আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইল কথন - কিছু টাঙ্গাইলীয় প্রবাদ

ব্যাঘ্র যুগে শুধু মৃত হরিণীর মাংস পাওয়া যায় আমি টাঙ্গাইলের ছেলে। সেদিন লক্ষ্য করলাম, প্রবীণরা কথায় কথায় কিছু প্রবাদ ব্যবহার করছেন, যা কোন বইয়ে পাইনি, আগে শুনিও নি। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগল। তাঁদের খোঁচাখুঁচি করে কটা বের করলাম। আপনাদের কেমন লাগবে অনুমান করতে পারছি না, তবে এটুকু বলতে পারি, লিখে যথেষ্টই আনন্দ পেয়েছি।

. বামুনে বচন দেয়, পাঁঠায় কয় আমার চ্যাটে শুনে। . দানে নারিকেল, কৃপণে বাঁশ, অলক্ষ্মী পালে কইতর, গিদরে পালে হাঁস। . ছাগল ধরমু চুনাইতে কালে। . হাইগা খায়, খাইয়া মুতে, তারে দেইখা যমে কুতে। . বাংগি বনে শিয়াল রাজা।

. ছাল নাই কুত্তা, বাঘা তার নাম। . মরদের জিদে বাদশা, মাইয়ার জিদে বেশ্যা। . পরের বাড়ির পিঠা, খাইতে বড়ই মিঠা। . ভাগ্যবানের বউ মরে, অভাগার মরে গরু। . ভাগ্যবানের কপাল খুলে, মুততে বসে হেগে ফেলে।

. হক কথায় চাচা বেজার। . খায় দায় লাল মিয়া, মোটা হয় জব্বার। . রতনে রতন চিনে, শুওরে চিনে কচু। . ছাগল টাইনা নিলেও ভ্যাবায়। . না পাইলে চিড়া কষটা।

. হালে পায় না চঙ্গে লাফায়। . থাকলে বিয়াই-এর বাপেরও চল্লিশা হয়। . মুরগি কড়কড়াইলেই আণ্ডা পাড়ে না। . জামার কোন খবর নাই, বোতাম নিয়া দৌড় পারে। . বাপদাদার নাম নাই মায়ের নাম সুলতান খাঁ।

. গোনা কই যাবো কই? . কুত্তার খাইয়া কাম নাই, দৌড় ছাড়া হাঁটা নাই। . পিরিতের নাও পাহাড়ে চলে। . ঘরের কাছে নিড়ানি, ঘন ঘন জিরানি। . আমি কই কি, আমার সারিন্দায় বাজায় কি। . ডাইলের মইদ্দে মসুরি, আত্মীয়ের মইদ্দে শাশুড়ি।

. চৈত্রের গীত বৈশাখে। . গাও নষ্ট কানায়, পুকুর নষ্ট পানায়। . যে দেশের যে ভাউ, উক্তা কইরা নাও বাও। . যায় দিন ভালো, আসে দিন খারাপ। আর শেষে আপনাদের জন্য একটা টাঙ্গাইলের ধাঁধাঁ - 'আগা ঝুমঝুম গোড়া মোটা এই শিলক ভাঙ্গে কোন বাপের ব্যাটা।

' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.