মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আজ দিবাগত মধ্যরাতেই।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু আজ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বাসায় তিনি সাংবাদিকদের এ কথা জানান। কারা মহাপরিদর্শক মাইন উদ্দিন খন্দকার এ সময় তার সঙ্গে ছিলেন।
এসময় অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আর বিলম্ব করার কোনো প্রয়োজন নেই।
কামরুল ইসলাম বলেন, কাদের মোল্লার পক্ষের আইনজীবীরা রিভিউ পিটিশনের সুযোগের নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তারা চেম্বার জজের কাছে যাচ্ছেন। কিন্তু আইনে তার সুযোগ নেই।
কামরুল আরও বলেন, দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে কাদের মোল্লার কাছে জানতে চাওয়া হয়েছিলো তিনি প্রাণভিক্ষা চাইবেন কি না।
কিন্তু তিনি তা করবেন না বলে জানিয়েছেন। এ অবস্থায় তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকর করার ক্ষেত্রে কোনো বাধা নেই।
জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেলের ফাঁসির লিভারে টান দিয়ে ঐতিহাসিক এ দায়িত্ব পালন করবেন প্রধান জল্লাদের নেতৃত্বে পাঁচজন জল্লাদের একটি দল।
কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার সময় ফাঁসির মঞ্চে থাকবেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ফরমান আলীসহ অন্য কারা কর্মকর্তারা, সিভিল সার্জন ও একজন ম্যাজিস্ট্রেট।
কারা সূত্র জানায়, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন তারা।
ফাঁসির মঞ্চ ও তেল মেখে ফাঁসির রজ্জু তৈরি রাখা হয়েছে। প্রস্তুত রয়েছেন জল্লাদরাও। প্রয়োজনীয় মহড়াও এরই মধ্যে সেরে নিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। কাদের মোল্লার সমান ওজনের ইট বেঁধে ঝোলানো হয়েছে ফাঁসির রশিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।