সবাইকে সালাম ও শুভেচ্ছা !
ব্যাবসার ব্যাস্ততার কারনে কখন টিউন করা হয়ে উঠে না, নোংরা রাজনীতির কারনে ব্যাবসা বাণিজ্য খুব খারাপ হওয়ার এমনিতেই মনটা ভাল নেই, হরতাল আর অবরোধের জন্য মার্কেট বন্ধ থাকায় বাসায় বসে থাকতে আর কত ভাল লাগে? বাহিরে বের হওয়ার তো প্রশ্নই আসে না, এ অবস্থায় যখন ল্যাপটপে ফেসবুক আর টুইটার নিয়ে সময় কাটানোর চেষ্টা করছিলাম তখনই শুরু হল বিড়ম্বনা আর ভুগান্তি। কোথায়ও এর প্রতিকার না পেয়ে দুঃখটা আপনাদের কাছে বলে নিজেকে হালকা করতে চাচ্ছি সেই সাথে আপনাদের সাবধানও করে দিচ্ছি। এবার আসল কথায় আসি...
গত মাসে বাংলা লায়নের Safari King (512kbps) প্যাকেজ নিলাম এই ভেবে যে মুভি ডাউনলোড করব আর বিদেশে বন্ধুদের সাথে কথা বলব। কিন্তু একি? একটা পেজ খুলতেই তো চলেযায় ১০ মিনিট, নেট স্পিডের খুবই খারাপ অবস্থা, ভাবলাম উইন্ডোসটা দিয়েছি অনেক দিন হল আবার নতুন করে দিয়ে দেখি, কিন্তু তাতেও কোন কাজ হলনা, মেজাজটা গেল আরও খারাপ হয়ে, ফোন করলাম কেয়ার এ, অপর পাশ থেকে ইউজার আইডি জানতে চাইল, জানানোর পর বলল আপনার পিসির টাইম ডেট ঠিক আছে? আমি বললাম হ্যাঁ, তারপর বলল মডেম খুলে সফটওয়্যার নতুন করে ইন্সটল করতে, সেটাও করলাম, ফলাফল শূন্য, বলা হল আমার ল্যাপটপে সমস্যা, কাস্টমার কেয়ার থেকে কিভাবে বুঝল আমার ল্যাপটপে সমস্যা টা আমি বুঝলাম না, নিয়ে লাগালাম ডেস্কটপে, তাতেও একি অবস্থা, তারপর বলা হল মডেম নিয়ে কাস্টমার কেয়ার এ যেতে, অবরোধের ভিতরই গেলাম কাস্টমার কেয়ারে, মডেমটা নিয়ে ঘাটাঘাটি করে জানাল মডেমে কোন সমস্যা নেই। আমি বললাম তাহলে সমস্যা কথায়? কিছুক্ষণ চুপ থেকে বলল আপনি এটা কথায় ইউজ করেন? বললাম ওয়ারীতে, কিছুক্ষণ টিপাটিপি করে গুগল ম্যাপ দেখিয়ে বলল আমার বাসা কোনটা দেখাতে, দেখিয়ে দিলাম, তখন বলে আপনার পজিশন আমাদের কভারেজের বাইরে, আমি বললাম পুরা এলাকায় কভারেজ আছে আর আমার এখানে নাই? তাছাড়া আমি থাকি ছয় তলায়, আমি একটু রাগ হয়ে বললাম, ফাইজালামি করেন? আমার বাসায় CINR থাকে ২৪/২৮, আর আপনি বলেন কভারেজ নেই!
তারপর বলে আপনি আমাদের হেড অফিসে যোগাযোগ করেন, কথা না বাড়িয়ে চলে আসলাম।
কি করব বুঝতে পারছি না , নিচে ডাউনলোড স্পীড ও স্পীডটেস্টের স্কিনশট দিলাম।
দেখুন IDM দিয়েও স্পীড মাত্র 32kbps, যেখানে Minimum স্পীড থাকার কথা 60kbps. এই হল হাই স্পীড ইন্টারনেট বাংলা লায়ন এর অবস্থা, আমার ১৫০০ টাকাই জলে।
এই হল অবস্থা, এখনও এভাবেই চলছে, বাধ্য হয়ে টেলিটক 3g নিতে হল।
তাই সবাই বাংলা লায়ন থেকে সাবধান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।