আমাদের কথা খুঁজে নিন

   

এসি মিলানের অগ্নিপরীক্ষা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অভিজাত ক্লাব এসি মিলান চলতি মৌসুমে গ্রুপ পর্বেই বিপদে পড়েছে। খাদের কিনার থেকে হাজার ফুটের গভীরতায় পৌঁছতে মাত্র এক কদম বাকি! পিছন থেকে কোনো দৈব শক্তির ধাক্কাই কেবল এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ঠেলে দিতে পারে। এসি মিলানের সামনে এই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বার্সা-ঘাতক ডাচ ক্লাব আয়াঙ্রে জন্য। গত ম্যাচে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়ে আয়াঙ্ নকআউট পর্বে খেলার আশা কেবল বাঁচিয়েই রাখেনি, এসি মিলানের সামনে তুলে দিয়েছে বাধার পাহাড়। আজ এই পাহাড়ে চড়তেই সানসিরোতে আয়াঙ্রে মুখোমুখি হচ্ছে এসি মিলান।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বার্সেলোনাও। কাতালানদের প্রতিপক্ষ স্কটিশ ক্লাব সেলটিক।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এইচ গ্রুপে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বার্সেলোনার এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তবে ডাচ ক্লাব আয়াঙ্ গত ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে সমান ম্যাচে ৭ পয়েন্ট অর্জন করে তালিকার তিন নম্বরে থাকলেও এসি মিলানের জন্য হুমকি হয়ে উঠেছে। এসি মিলান ৫ ম্যাচে ৮ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

আজ এসি মিলান-আয়াঙ্ ম্যাচেই নির্ধারিত হবে নকআউট পর্বে বার্সেলোনার সঙ্গী। সানসিরোতে এসি মিলানের জন্য আয়াঙ্ খুবই কঠিন প্রতিপক্ষ। এই মাঠে সর্বশেষ লড়াইয়ে ২-০ গোলে এসি মিলানকে হারিয়েছে আয়াঙ্! অতীতের এই দুঃসহ স্মৃতির পাশে রয়েছে সাম্প্রতিক সময়ে এসি মিলানের ব্যর্থতার মিছিল। ইতালিয়ান সিরি এ লিগে বর্তমানে তারা ১১ নম্বরে অবস্থান করছে! ইতালিয়ানদের জন্য গ্রুপ পর্বের বাধা পাড়ি দেওয়া এবারে কঠিনই হয়ে যাবে। সেক্ষেত্রে ১৯৯৯-০০ মৌসুমের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে পারে এসি মিলান।

অন্যদিকে ২০০৫-০৬ মৌসুমের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব পাড়ি দিবে চারবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী আয়াঙ্!

আজ বার্সেলোনার সামনেও কঠিন পরীক্ষা। সেলটিকের মুখোমুখি হতে হবে ন্যু ক্যাম্পে। মৌসুমে এরই মধ্যে দুটি পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে কাতালানদের। পরাজয়ের ধারা থেকে বের হয়েছে কাতালানরা। তবে মজবুত একটা ভিত্তি পাওয়ার জন্য বার্সেলোনাকে আয়াঙ্রে বিপক্ষে দারুণ কিছুই করতে হবে।

এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ই গ্রুপে মুখোমুখি হচ্ছে চেলসি-স্ট্যু বুখারেস্ট এবং শালকে-ব্যাসেল। চেলসি আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। শালকে-ব্যাসেলের মধ্যে যারা জিতবে তারাই হবে নকআউট পর্বে চেলসির সঙ্গী। এফ গ্রুপে আর্সেনাল আজ মুখোমুখি হচ্ছে নেপোলির। ১২ পয়েন্ট নিয়ে গানাররা শীর্ষে অবস্থান করলেও নকআউট পর্ব নিশ্চিত করতে হলে আজ অন্তত ড্র দরকার।

গতবারের রানার্সআপ বুরুসিয়া ডর্টমুন্ড আজ মুখোমুখি হবে ফরাসি ক্লাব মার্সেইয়ের। ডর্টমুন্ড ও নেপোলি অর্জন করেছে ৯ পয়েন্ট করে। জি গ্রুপে অ্যাটলেটিকো মাদ্রিদ আজ খেলতে নামছে পোর্তোর সঙ্গে। অ্যাটলেটিকোর নকআউট পর্ব নিশ্চিত হলেও বিপদে আছে পোর্তো ও জেনিত। রাশিয়ান ক্লাব জেনিতের প্রতিপক্ষ আজ অস্ট্রিয়া ভিয়েন।

জেনিত ৬ এবং পোর্তো ৫ পয়েন্ট অর্জন করেছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।