আমাদের কথা খুঁজে নিন

   

শাহজাদপুর-খিলগাঁওয়ে পুলিশ ও জামায়াত-শিবির সংঘর্ষ

রাজধানীর শাহজাদপুর ও খিলগাঁও এলাকায় আজ বুধবার সকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় শিবরকর্মীরা পুলিশের পিকআপ ভ্যানে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। ‍এছাড়া তারা শাহজাদপুর এলাকায় তিনটি সিএনজিতে আগুন ধরিয়ে দেয় ও প্রায় ২৫-৩০টি গাড়ি ভাঙচুর করে।

জানা যায়, সকাল ৯টার দিকে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে শিবির কর্মীরা শাহজাদপুর এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে তারা মিছিল করে ২৫-৩০টি গাড়ি ভাঙচুর করে।

পুলিশ তাদের রাবার বুলেট ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয় ও তিন শিবির কর্মীকে আটক কর‍া হয়।

এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকায় শিবির মহানগর পূর্ব শাখার নেতাকর্মীরা হরতাল সর্মথনে থানার সামনে মিছিল বের করে। এ সময় তারা পুলিশের পিকআপ ভ্যানে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি একটি বাসেও আগুন দেয়। এছাড়া তারা ৮-১০টি সিএনজি ও লেগুনা ভাঙচুর করে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।