আমাদের কথা খুঁজে নিন

   

আপনি না একটা----- ! ( পিকেটারদের বোকা বানাইছি)



ব্যাঙ্কে যাওয়া জরুরি দরকার! তাই হরতালেও মামনি সহ বের হলাম। বাসার কাছেই রিকশা পেলাম, মনে মনে ভাবছিলাম না জানি কখন পিকেটাররা এসে নামিয়ে দিবে! ভাবতেই কিছুদূর যাওয়ার পর-ই একদল ছোকরা যারা রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলো - তাদের সাক্ষাৎ পেলাম- এরপর- > অই রিকশা থামা। আন্টি রিকাশা থেকে নামুন । হেঁটে যান! > মামনি ভয় পেয়ে নামতে যাচ্ছিলো কিন্তু আমি ঝটপট ভাবলাম - ওরে বাবা!রিকশা থেকে নামলে তো পিকেটারদের কাছে ধরা খাইছি এই নিয়ে দিনটি স্মরণীয় হয়ে যাবে আর সবাই শুনলে পচাবে! তাই তাৎক্ষনিক মামনির হাত ধরে ওমা! ইসস!পায়ে ব্যথা তো আমি হাঁটতে পারবো না মামনি! > শুনেই ছোকরারা ভ্যাবাচ্যাকা খেয়ে - কি হইছে কি হইছে আপু বলে উঠলো ! >দুখি দুখি ভাব বেদনায় কাতরএমন ভাব নিয়ে বললাম- পা মচকে গেছে, ডাক্তারের কাছে যাচ্ছি! >সাথে সাথেই ওরাও দুখি দুখি ভাব নিয়ে বলল- অই রিকশা যা নিয়া যা! থাক থাক আপু নামতে হবে না। >দম বন্ধ করা হাসি চেপে রেখে ধন্যবাদ দিয়ে চুপ থাকলাম, মামনি আমার দিকে তাকিয়ে আছে, রিকশা চলতে শুরু করলো। > ৬/৭ কদম যেতেই দুষ্টু বুদ্ধি মাথায় চাপলো- রিকশা থামিয়ে পিছু ফিরে ওদের দিকে তাকালাম,দেখি ওরা এদিকেই তাকিয়ে আছে,হাত দিয়ে ইশারা করলাম, দুইজন এগিয়ে এলো- বললাম- আমার কিছু হয় নাই ভাইয়া! >আহ্‌! দেখার মত চেহেরা হইলো-! কি বলবে বুঝে উঠতে না পেরে- হেসে দিয়ে বলল- > আপনি একটা--! আর কোন কথা নাই! > কইলাম, আমি একটা আপু! রাস্তায় আর কোন আপুরে রিকশায় দেখলে নামাবেন না বুঝলেন! >আজ ১১/১২/১৩- দিনটার কথা মনে রেখে পিকেটিং কইরেন।বাই! > আর মা জননী গোটা রাস্তায় বলতে লাগলো - যদি কিছু করত ওরা! > কইলাম, দেখে সেই রকম বদমাশ মনে হয়নি, তাই একটু রিস্ক নিয়েছিলাম। !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।