আমাদের কথা খুঁজে নিন

   

আমরা আছি বৃন্দাবন দাসের নাটকে......................

আমার আমি ....

আমাকে একজন বলল, ভাই একটা স্ট্যাটাস লিখেন, বললাম কি লিখব, উনি বললেন বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে এসব নাটক, আর এ নাটকের রচয়িতা বৃন্দাবন দাস এবং পরিচালনা করছেন সালাউদ্দিন লাভলু, উনি আরোও বললেন হুমায়ুন আহমেদ তো মারা গেছেন., তার পরিবর্তে এসব হাস্য-রসাত্মক কাহিনী লেখা বৃন্দাবন দাসের পক্ষেই সম্ভব! প্রথমে বুঝতে না পারলেও পরক্ষেনই আমিও তার কথায় সাড়া দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। .. প্রিয় ফেবু বন্ধুরা, দেখুন বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সত্যিই আমরা এখন কৌতুক আর হাস্য-রসাত্মক নাটকের মধ্যে আছি... ফাঁসির আদেশ, দোয়া-দরুদ পড়া, জল্লাদ রেডি আবার পরক্ষনেই তা বাতিল! গেল এ অধ্যায়... দেখুন বিএনপি আর আওয়ামীলীগের ডায়েরী, বিএনপি আন্দোলনের ধুমো ডাকিয়ে দিচ্ছে.. আবার তলে তলে আওয়ামীলীগের সাথে বৈঠক করছে, বিদেশীদের চেয়ার পরিষ্কার করে বসতে দিচ্ছে! তাহলে মানুষ পুড়িয়ে লাভ কি...! আর আওয়ামীলীগ এক কথার মানুষ, সংবিধানের বাইরে যাবে না, কিন্তু এখন দেখুন তাদের মুখে ভোটের কোন কথায় নেই! তারাই( অর্থমন্ত্রী সহ অন্য নেতারা) বলছে বিএনপি ছাড়া ভোট মানুষ মানবে না,ভালো হবে না ইত্যাদি ।এরশাদ কে নিয়ে কিছুই বলার নেই.. আওয়ামীলীগের সারা মুখে চুন-কালী মাখিয়ে এখন সে সারা বিশ্বের বিষ্ময় বিশ্ব বিধাত্রী সেজেছে। আর বিদেশীরা একের পর এক আসছে-যাচ্ছে, ফিরে যাচ্ছে কিন্তু ফলাফল কি বলছে না ! .... সব মিলিয়ে তো বলা যায় বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, যুদ্ধাপরাধ নিয়ে, রাজনীতি নিয়ে যা কিছু হচ্ছে তা বৃন্দাবন দাসের হাস্যরাসাত্মক নাটক ছাড়া আর কিছুই না !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।