দুই প্রতিদ্বন্দ্বীর জোট! সম্ভব? বিশেষজ্ঞরা বলে থাকেন আগ্রাসী কাউকে ঠেকাতে প্রয়োজনে চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গেও জোট করতে হয়। একথা হয়তো অ্যাপল ও মাইক্রোসফটের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। বর্তমানে প্রযুক্তি বিশ্বে গুগলের অ্যান্ড্রয়েড আর সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ফেসবুক অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। এই দুই দৈত্যকে রুখতে আগামী এক দশকের মধ্যেই হয়তো মাইক্রোসফট ও অ্যাপলকে জোট বাঁধতে হতে পারে। সম্প্রতি মার্কিন এক বাজার বিশ্লেষক এমনই পূর্বাভাস দিলেন।
মানি ম্যাপ প্রেস নামের একটি আর্থিক পর্যালোচনাকারী প্রতিষ্ঠানের বিশ্লেষক কেইথ ফিজ-জেরাল্ড সংবাদমাধ্যম ফক্স বিজনেসকে এক সাক্ষাত্কারে অ্যাপল ও মাইক্রোসফটের জোট বাঁধার সম্ভাবনার কথা বলেছেন। অ্যাপল ও মাইক্রোসফট জোট সম্ভব? অসম্ভব ও প্রায় অবাস্তব এ ভবিষ্যদ্বাণী সম্পর্কে জেরাল্ড জানিয়েছেন, বর্তমানে পৃথিবীর চাহিদা হচ্ছে প্রযুক্তি আর ভবিষ্যতে প্রযুক্তি বাজার আরও বাড়বে। আগামীতে অ্যান্ড্রয়েড ও ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে অ্যাপল ও মাইক্রোসফটকে এক হতে হবে।
জেরাল্ড সাক্ষাত্কারে জানিয়েছেন, এটি এখনও কল্পনাপ্রসূত হলেও অ্যাপল ও মাইক্রোসফটের উদ্যোগ দেখলে তাদের লক্ষ্য মিলে যায়।
জেরাল্ডের মতে, বর্তমানে প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে নিরাপত্তা ও কনটেন্ট সেবা মূল বিষয়।
এছাড়াও একটি পণ্যের সঙ্গে আরেকটির যোগাযোগের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এসব দিক বিবেচনায় অ্যাপল ও মাইক্রোসফট উপযুক্ত অবস্থানেই রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।