আমাদের কথা খুঁজে নিন

   

ষোড়শী-তন্বী তরুণী

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মেয়েটার জন্য খুব খারাপ লাগছিল। কিছু বলতে পারছি না। কারণ- দূরের মানুষ তো দূরে, কাছের মানুষ বলবে 'লুচ্চা'।

কিন্তু সত্যটা উচ্চারণে যদি 'লুচ্চা' হই তাতে কি। সাহসে কুলায় না। তাই চুপসে থাকি। বয়স কত হবে তার- ১৬ থেকে সতেরো। মানবজমিনের ভাষায় ষোড়শী-তন্বী তরুণী।

কারণ কিছুই না- মেয়েটা এ দিক ও দিক যায়। আমার কাছেও এসেছিল বার কয়েক। সেন্টের কড়া গন্ধ, পরিপাটি সাজ- হাতে বকুলের মালা। নচিকেতার সেই গান- 'যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে'র মূল চরিত্র। হাত বদলানো মেয়েটাকে কত 'অভিধায়' বিবেচনা করি আমরা।

কিন্তু যারা ক্ষমতার জন্য এত এত হাত বদল করেন- তারপরও আরো বদলের অপেক্ষায় থাকেন তারা কি? যারা রাজনীতির নামে এত ঘাটের জল খায়, এখানে সেখানে নীতি কথা বলে- তাদের কথা ভাবছি। ভাবছি আবেগের জোয়ারে ভেসে যাওয়া মানুষদের কথা- বাস্তবতা না মেনে যারা কেবলই ছুটছেন-গন্তব্যহীন। তবুও বলি বন্ধু , এসো হাতে রাখি হাত। গেয়ে উঠি একসাথে জীবনের গান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।