আমাদের কথা খুঁজে নিন

   

কনফেশন : সামু ও বেঈমান আমি

ভার্চুয়ালি আমাকে জাজ করলে ভুল করবা।
দিনে দিনে মাস ফুরাইলো, মাস গড়াইয়া বছর কত দিনের পুরান পাপী আমি নাইরে আজ আর নজর, কত নিক এলো গেলো, কত কাহিনী ভাই শত রাগ অভিমানেও তারে ছাড়তে পারি নাই। মনে পড়ে প্রথম দেখায় পইড়াছিলাম প্রেমে সেই থেইকা লাইগা আছি যাই নাই আজও থেমে। ঝাঁকে ঝাঁকে ছাগু দেইখা হইসি দিশাহারা বন্দুক লইয়া দৌড়ানি দিয়া খাইসি সামুর জালে ধরা। গালিবাজ নাম পাইয়াসি ছাগু গালি দিয়া ঘরের খাইয়া খুশি থাকছি বনের ছাগু তাড়াইয়া দুঃখ একটাই ব্লগ ছাগুমুক্ত করতে চাইছি ভাই নইলে আমার মতন ভদ্র পোলা দিন দুনিয়ায় নাই।

বাপে ডাকে সোনা মানিক মায়ে সোনার চান আমি বলি- ছাগুর বাচ্চা ধইরা ধইরা আন তাই তোরে ভাই আজকে আমি পাক্কা গালিবাজ এই খেতাবেও আমার কোনো দুঃখ নাহি আজ। একটা দুঃখ চাপা থাকুক অনেক সুখের কাছে যতই বলি সামু আমারে অনেকই দিয়াছে সামুত আইসা পাইসি আমি ভাই বেরাদার কত ভালোবাসা, স্নেহ মমতা পাইলাম আরও যত। ব্লগ আমাকে ভুলাইয়াছে বৈদেশে থাকার জ্বালা যদিও ব্যানের জ্বালায় জীবন হইসে ঝালাপালা তারপরেতেও ব্লগের কাছে ঋণী আমি ভাই সবচাইতে যা বড় পাওনা সেইটা বলতে নাহি চাই। চারিদিকে সাজসাজ রবে ফিইরা আইছে ব্লগ ডে কত ঘটা বাদ্য বাজন সে দিনটারে ঘিরে ১৯শে ডিসেম্বারেতে বসবে মিলন মেলা কত হাসি কত গানা নানান রঙের খেলা। হাজার মাইল দূরে বইসা শুভেচ্ছা রইলো আমার শুভ হোক তোমাদের ব্লগ দিবস সেটাই কামনার।

সর্বশেষে একটা কথা ফের বলিতে চাই রাজাকারের বিচার হবেই কোনো ছাড়ান নাই। ছাগু মুক্ত ব্লগ বানাবো ছাগু মুক্ত দেশ জয় আমাদের হবেই ভাইরে মনে খুশীর রেশ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।