বুক পকেট
[শাফিক আফতাব]
বুক পকেটে লুকিয়ে রাখো অনুভবের টাকা
ধরতে গেলে দেখি তখন পুরো পকেট ফাঁকা
টাকার লোভে রাত্রিদিনে তোমার কাছে যাই
বুক পকেটে টাকা আছে বলছে নাকি শাঁই
টাকা তো নয় আছে দেখি টাকার টাকশাল
আবার দেখি ঘিরে রাখছে মদন মাঝির জাল
জালের ভেতর টাকা তো নয় নরম রঙিন মাছ
তারি ভিতর আবার নরম দুটো হাঁস
হাসের পাখায় দেখছি আবার কোমল অনুভব
ছুঁইতে আবার হলো তখন আমার পরাভব।
বুক পকেটে ঢেকে রাখো সাতটি রাজার ধন
সেথায় আবার পড়ে থাকে রাজার পুতের মন
মনের ভিতর থাকে আবার নরম কামনা
পকেট ছিড়েঁ তখন তুমি হও যে বেগানা
পকেট খুলে তখন আমি সুরার সুধার মদে
আটকা পড়ি তখন আমি তোমার অবরোধে।
১১.১২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।