প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র আমার গার্লফ্রেন্ডের , আমাকে কোন ভাবেই দায়ী করা যাবে না । দয়া করে কেউ হাসবেন না । আর যদি হাসতেই চান তাইলে গন্ডারের চামড়া পড়ে লেখাটা পড়া শুরু করেন । পর থেকে আলমের এক নাম্বার পচা সাবানের ফেনা দিয়ে এক সাপ্তাহ দাঁত মেজে তারপর হাসুন । সুস্থ দাঁত আর নির্মল গুন হাসি আমরা সবাই ভালুবাসি ।
ভাইজানেরা আর বইলেন না , আমার উপর দিয়া শনি , মঙ্গল ,বৃহস্পতি , কেতু , প্লুটো সহ আর যত গ্রহ নক্ষত্র আছে সব কিছু যাইতেছে । যেটাই করি খালি ভেজালে পড়ি । কয়দিন আগে গার্ল ফ্রেন্ডের খালার হাত থেকে ভাগ্যবলে বাইচা ফিরা আসছিলাম । আর এখন পড়লাম রেপ আর বুক খোলা কেইসে ।
খোলসা করেই বলি , আমার উপর সামুর ব্লগার , ব্লগের পার্ট টাইম মডু আর ময়মুরুব্বির দোয়া আছে বইলাই এত ঝামেলা থেইক্যা বাহির হইতে পারছি ।
সেদিন জি এফ রে জিজ্ঞাস করছিলাম , "তুমি রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়ছ ? " হে কয় , আবার জিগায় । দারুন একটা বই , রবীন্দ্রনাথের সেরা কাব্য গ্রন্থ । এটার জন্য রবীন্দ্রনাথকে আরেকটা নোবেল দেয়া যেত । আমার যা বুঝার তা বুইঝা ফালাইছি ।
আজকা যায়া অরে কইলাম , জানো আমি রেপ করতে পারিনা , কিন্তু আজকে অনেক সময় নিয়ে অনেক কষ্টে করছি ।
পুরুষ মানুষের সবকিছুই পারতে হয় , জানতে হয় ।
সে বলে , আমিও রেপ ...আ...!!!! কি কইলা আবার ক শয়তান ।
আমি বললাম , রেপ করছি কইলাম না । শুধু তোমার জন্য রেপ করছি । তারপর জামার ভেতরে রাখছি , শুধু তোমারেই দেওনের জন্য ।
সে কয় , ইতর , বদমাইশ তুই কারে রেপ করছস সত্যি কইরা ক ।
আমি বললাম বই রে রেপ করে নিয়া আনছি , শেষের কবিতা বইটা । দেখ কি সুন্দর নীল কাগজ দিয়া রেপ কইরা আনছি ।
যাউজ্ঞা , তারপর আমার এত কষ্ট করে সাজানো রেপিং পেপারটা এক টানে ছিড়া ফেলল । আমার খুব কষ্ট লাগছিল , এত কষ্টের জিনিস কেউ এমনে ছিড়ে ?
সুইঠার্ট বুকটা একটু খোল না ,আর একটা কবিতা পড়...... বলা শেষ করতে পারিনাই এর মধ্যেই , কুত্তা , বিলাই , গরুর গাড়ি , ভাতের ফেন , বিচ্ছু , বদ , টুথব্রাশ সহ যত গালি ওর স্টকে আছে সব ঝাইড়া দিয়া হন হন করে চইলা গেল ।
পরে মোবাইলে ফোন দিলাম ফোন ধরে না , ডজন খানিক মেসেজে অনেক কষ্টে বুঝাইলাম বুক বলতে আমি শেষের কবিতা বইটাকে বুঝাইছি । ওইটা যে কবিতার বই না তা বলতে যায়া আর সাহস পাই নাই ।
অনেক্ষন পরে আবার যখন তার সুমতি ফিরা আসল সে তখন কি কি জানি বুঝাইল । মুভি দেখার জন্য ঠিক বুঝিনাই তবে , রেপ , রেইপ , র্যাপ হাবিজাবি কি কি ! মনে মনে কই আমার এত জানার দরকার নাই , দুজনের একজন জানলেই তো হল । কি কন আফনারা ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।