আমাদের কথা খুঁজে নিন

   

আসলেই ভারত আমাদের বন্ধু রাস্ট্র



শিরোনাম দেখে অবাক লাগছে। অবাক হওয়ার কিছু নেই। ভারত আমাদের বন্ধু রাস্ট্রই তো । কিভাবে? বলছিঃ আমরা মানে বাংলাদেশীরা নিশ্চয়ই 'Indian Serial' term টার সাথে পরিচিত। please, এই প্রশ্ন করবেন না যে, ''Indian Serial কি?'' "খায়, না মাথায় দেয়?" যদি প্রশ্নটা থাকে তাহলে পোস্টটি আপনার জন্য নয় ।

যাই হোক, Indian Serial এ কী কী দেখানো হয়? জি, ঠিক ধরেছেন, কুটনামি, পরকিয়া, স্বচ্ছ কাপড়ের আকর্ষনীয় পোশাক পরিচিতি, মেকাপের সর্বোচ্চ ব্যবহার ইত্যাদি। এমনকি, "যা কিছু অবাস্তব, তার সাথেই Indian Serial" বললেও অবাক হওয়ার কিছু থাকবে না। এগুলোর মধ্যে কুটনামি, পরকিয়া ইত্যাদি ভারতের সমাজের অবক্ষয় ঘটানোর জন্য যথেষ্ট। কিন্তু ভারত তো স্বার্থপর নয় , তাই তারা বিপদে পড়ার সময় বন্ধুকে সাথে নিয়েই পড়তে চায়। আমাদের সাথে নিয়েই ভারতের বিপদে পড়ার এই মানসিকতা থেকে এটাই কি প্রমাণিত হয় না যে, "ভারত আমাদের বন্ধু রাস্ট্র।

"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।