আমাদের কথা খুঁজে নিন

   

শেখ জামাল ও মুক্তিযোদ্ধার শিরোপার লড়াই

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে মৌসুম-সূচক এই টুর্নামেন্টের ফাইনাল। শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ২০১০ সালে ঢাকার ফুটবলে আবির্ভাবের পর থেকে এখন পর্যন্ত ফেডারেশন কাপের সবকটি টুর্নামেন্টেরই ফাইনালে খেলেছে। ২০১১ সালে চ্যাম্পিয়নও হয়েছে তারা। গত আসরে ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ সহ তিনটি টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে তারা।

ফেডারেশন কাপে মুক্তিযোদ্ধার ঝুলি বেশ সমৃদ্ধ।

১৯৯৪ সালের পর এ নিয়ে সপ্তমবারের মতো ফাইনালে খেলতে যাচ্ছে তারা। টুর্নামেন্টে তিনবার চ্যাম্পিয়ন ও তিনবার রানার্স-আপ হয়েছে তারা। এবারের ফাইনালে শক্তির বিচারে শেখ জামাল এগিয়ে থাকলেও দুদলই জয়ের ব্যাপারে আশাবাদী।
শেখ জামালের নাইজেরীয় কোচ জোসেফ আফুসি বলেন, “গত বছরের তিনটি টুর্নামেন্টে রানার্স-আপ হয়ে খালি হাতে ফিরতে হয়েছে আমাদের। এবার আর তা হতে চাই না আমরা।

কাল (শুক্রবার) খেলোয়াড়রা যদি নিজেদের সেরাটা খেলতে পারে জয় আমাদের ঘরেই আসবে। ” “তবে কাজটা খুব একটা সহজ হবে না। কারণ প্রতিপক্ষ যত না শক্তিশালী তার চেয়ে বেশি কৌশলী তাদের কোচ। একটা দলকে কীভাবে আটকানো যায় তা ভালো করেই জানেন তিনি। ” শেখ জামালের অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, “মৌসুমের শুরুতে আমাদের লক্ষ্য ছিল প্রতিটি টুর্নামেন্টের ফাইনালে খেলা।

মৌসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনালে উঠে আমরা আর খালি হতে ফিরতে চাই না। আমাদের দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। প্রতিটি বিভাগেই ভালো মানের বেশ কয়েকজন ফুটবলার আছে। তাদের পক্ষে ম্যাচের চিত্র পাল্টে দেয়া সম্ভব। ” “তবে আগের ম্যাচগুলোর তূলনায় ফাইনালে আমাদের আরো ভালো খেলতে হবে।

কারণ প্রতিপক্ষ কম শক্তিশালী নয়। তাদের রক্ষণভাগ ও আক্রমণভাগ বেশ শক্তিশালী। ” মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “এই মৌসুমে শেখ জামাল সমীহ করার মতো দল। তাদের বিপক্ষে জেতা খুবই দুরুহ কাজ হবে।

অসাধ্য সাধন করেই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমাদের চেষ্টা থাকবে তাদের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নেয়া। ” “বিজয়ের মাসে চ্যাম্পিয়ন হয়ে সারা দেশের মুক্তিযোদ্ধাদের মুখে হাসি ফোটাতে চাই আমারা। আশা করি আমরা তাতে সফল হবো। ” মুক্তিযোদ্ধার অধিনায়ক মারুফুল আহমেদ বলেন, “গত কয়েকটি ম্যাচে ভালো খেলেই আমরা ফাইনালে উঠেছি।

আশা করি ফাইনালে সে ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। ৯০ মিনিট যদি প্রতিপক্ষের আক্রমণ সামলাতে পারি জয় আমাদের ঘরেই আসবে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।