আমাদের কথা খুঁজে নিন

   

এই শীতে খুশকিমুক্ত চুল! How to get dandruff free hair



শীতে চুল খুশকিমুক্ত ও ঝলমলে সুন্দর রাখতে প্রয়োজন হয় বাড়তি যত্নের। তাই জেনে নিন খুশকি থেকে রক্ষা পাওয়ার কিছু উপায়। চুলেরপরিচর্চা : চুলকে খুশকিমুক্ত রাখতে চাইলে নারিকেল তেল সামান্য গরম করে মেথি বেটে পেস্ট তৈরি করুন। নারিকেল তেল সংমিশ্রণে মাথার সমস্ত চুলকে কয়েকভাগে ভাগ করে তেল মাথার তালুতে মাসাজ করুন। এক ঘণ্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

তবে চাইলে, আতপ চালের গুড়া মাথায় তালুতে ভালভাবে মাসাজ করে ১ ঘণ্টা পর চুল শ্যাম্পু করে নিতে পারেন। এক্ষেত্রে খুব বেশি পানি দিয়ে মাথা ভালোভাবে পরিস্কার করতে হবে। চুলের আগা ফাঁটা শীতে চুলের আগা ফেঁটে গেলে আগা থেকে ২ ইঞ্চি পরিমাণ চুল কেটে দিতে হবে। চুল শ্যাম্পু করার পর প্রাকৃতিক কন্ডিশনারও ব্যবহার করতে হবে। চুলকে সিল্কি ও ঝরঝরে করতে চাইলে শ্যাম্পু করার পর এক গ্লাস পানিতে ১টি লেবুর রস নিয়ে চুল ধুয়ে নিতে হবে ।

চুলপড়া প্রাকৃতিক নিয়মে প্রতিদিন চুল কিছু না কিছু ঝরে। তবে স্বাভাবিকের তুলনায় বেশি হলে বুঝতে হবে সেটি কোনো শরীরিক সমস্যা। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে প্রচুর পরিমাণ পানি, টাটকা শাক সবজি ও ফলমুল খেলে চুল পড়া থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়। চুল পড়া রোধে হার্বাল শ্যাম্পু খুব ভালো ভূমিকা রাখে।

চুল পড়া রোধ করতে চাইলে ১টি ডিমের কুসুম, মেহেদি পাতা বাটা ও এক কাপ হালকা চায়ের লিগার ঠাণ্টা করে পেস্ট তৈরি করুন। এরপর তা মাথার তালু থেকে চুলের আগাপর্যন্ত মাসাজ করুন। ১ ঘণ্টা পর হার্বাল শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। আরো পড়ুনঃ মাত্র ৭ দিনে ওজন কমান ৪-৫kg শীতকালে কাশির ঘরোয়া চিকিৎসা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।