যা দেখি,শুনি,অনুভব করি, আমি স্বপ্নি। তাই গল্পে রুপ দিতে চাই...............
কিছুদিন আগে এক ছাগুরে সেইরাম প্যাদানী দেয়ার কারনে মডু আমারে জেনারেল কইরা দিছে, সেই দুঃখই আমার যায় না। আবার কই থিক্কা উইড়া আইস্যা এই 'পুরানপাপী (শুধু চেহারা বদল)' নামক ব্লগার আমারে ছাগু বানায়া দিল। মাননীয় চোদনা, আমি আবারো স্পীকার হয়ে গেলাম!!!!!!
প্রশান্ত মহাসাগর নামক এক ওস্তাদে এক খান পোস্ট দিয়াছিলেন। সেখানে তিনি লিখেছিলেন- কাদের মোল্লা ঝুলে গেলো। সে অপরাধী কিনা আমি জানিনা তবে কোর্ট ভালো জানেন।
সেখানে আমি তার সেই কথাটা ধরে প্রশ্নবোধক মার্কিং করেছিলাম
এই আমার দোষ। হয়ে গেলাম ছাগু
এতদিন ধইরা ছাগুদের প্যাদানী দিয়া কি অইল আমার। নিজেই ছাগু হইলাম-
আমারে কেউ মাইরালা.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।