আমাদের কথা খুঁজে নিন

   

‘দুই পক্ষেরই প্রস্তাব আছে’

শুক্রবার গুলশানে জাতিসংঘের একটি প্রকল্প কার্যালয়ে এই দুই দলের শীর্ষ আট নেতা প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন।  
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “আলোচনা হয়েছে। উনারা কিছু প্রস্তাব দিয়েছেন। আমরাও আমাদের কথা বলেছি। এখন দলের ভেতরে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।

”  
এরপর প্রায় একই কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বসেছি। তৃতীয় দিনের মতো এই আলোচনা হলো। সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আমরা দিয়েছি। তারাও তাদের প্রস্তাব দিয়েছেন।

এখন দলীয় ফোরামে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নেব। ”
তবে কোন পক্ষ কি প্রস্তাব দিয়েছে- সে বিষয়ে তারা কেউ মুখ খোলেননি।
আওয়ামী লীগের পক্ষে এই বৈঠকে আরো ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী।
আর বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মঈন খান এবং সহসভাপতি শমসের মবিন চৌধুরী।
গুলশানের ওই বাড়িতেই গত বুধবার সর্বশেষ বৈঠক করেন দুই দলের এই আট নেতা।

সেদিন তাদের মধ্যস্থতায় ছিলেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো। আর বুধাবর  ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার।
ওই দিনই সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ঢাকা ছাড়েন অস্কার ফার্নান্দেজ-তারানকো।
নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই প্রধান দলের দূরত্ব আরো বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে হরতাল-অবরোধে সহিংসতায় প্রাণহানির মধ্যে জাতিসংঘ মহাসচিবের দূতের এই সফরকে বাংলাদেশে রাজনৈতিক  সঙ্কট এড়াতে শেষ সুযোগ হিসেবে দেখে আসছিলেন কূটনীতিকরা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।