ঝাপিয়ে পড়ুন অন্যায়ের বিরুদ্ধে । আমার পদ্মা সেতুর স্বপ্ন যারা ভেঙ্গে খান খান করে দিল তাদের ক্ষমা নেই।আমি বুঝিনা কত টাকার বিনিময়ে আবুলদেরকে ধরাছুয়ার বাইরে রাখা হলো।পদ্মা পারের মানুষগুলোকে বলতে চাই তোমরা চুপ করে বসে আছো কেন? তাহলে আমরা কি বুঝব তোমরাও ঘুষ খেয়েছ?আমিতো তোমাদেরকে দেখেছি সামান্য ব্যাপার নিয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে।নিজেরা নিজেরা মারামারি করে কত প্রাণ ঝড়িয়ে দিয়েছ তোমরা।আজ সেই তোমরা এত চুপ কেন?আমি যখন ফরিদপুরে তখন জেনারেল হাসপাতালের বারান্দায় তোমাদের নৃশংসতার শিকার কত আহত আর নিহত মানুষ দেখেছি।আজও সানান্য জমির জন্য ভাই হয়ে ভাইকে খুন করতে তোমাদের একটুও বাধেনা। সেই তোমরা আজ এত নিরিহ হয়ে গেলে কিভাবে? নাকি তোমরা বুঝতেই পারছনা কত বড় সর্বনাশ হয়ে গেছে। জাতি হিসেবে আমরা কত নীচে নেমে গেছি। যারা এই অপকর্মের সাথে জড়িত তারা তোমাদের দেশী ভাই এ জন্য এ মহানুভবত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।