প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন ইমন ও আঁচল। তারা অভিনয় করছেন 'স্বপ্ন যে তুই' নামে নতুন একটি ছবিতে। এরই মাঝে শুটিং শুরু হয়েছে। নির্মাণ করছেন মনিরুল ইসলাম সোহেল। উত্তরার একটি বাড়িতে টানা বেশ কয়েকদিন শুটিং করবেন তিনি।
ইমন-আঁচল জুটির রোমান্টিক অ্যাকশনধর্মী এ ছবিটি নির্মাণ হচ্ছে প্রতীক কমিউনিকেশনের ব্যানারে। ছবির গল্পে বেশ চমক থাকবে বলে পরিচালক মনিরুল ইসলাম সোহেল জানিয়েছেন। ইমন বলেন, 'ছবির গল্পটি আবার ভালো লেগেছে। আমার চরিত্রটিও অসাধারণ। আঁচলের সঙ্গে অভিনয় করে ভালো লাগছে।
মনে হচ্ছে আমার কেমিস্ট্রি দর্শক খুব এনজয় করবে। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।