আমাদের কথা খুঁজে নিন

   

এর মধ্যে

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

এর মধ্যে কোনো হাহাকার দেখছি না এটাই তো স্বাভাবিক- দেহের উত্তাপ কমে এলে একাকীত্ব ডাকবে শীতনিদ্রায় তুন্দ্রা অঞ্চলের কোনো শ্বেতভল্লুকের মতো ঢুকে যাবো বরফঢাকা গুহায় নির্জনে পার করে দেবো অর্ধবছর ভুলে যাবো নির্দ্বিধায় গত গ্রীষ্মের সঙ্গম। এরপর যদি ডাকে আরেক জীবন তীব্র তুষার ঝড়ের পর জাগে দেহে প্রাণ আগামী বসন্তে খুঁজে নেবো নতুন সঙ্গিনী যেমন খুঁজছে প্রাণী সহস্র বছর। শেখ জলিল ২৪.০৭.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।