ঘোষিত তফসিল অনুযায়ী যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ার পর শনিবার সকালে নির্বাচন কমিশন যে প্রাথমিক তালিকা তৈরি করেছে, তাতে ১৩৩ আসনে একক প্রার্থী দেখা যায়।
অর্থাৎ ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
এর মধ্যে আওয়ামী লীগের ১১৪ জন, জাতীয় পার্টির ১৩ জন, জাতীয় পার্টি-জেপি’র ২ জন, ওয়ার্কার্স পার্টির ২ জন ও জাসদের ২ জন রয়েছেন।
শরীয়তপুর, চাঁদপুর ও রাজবাড়ী জেলার সব ক’টি আসনে একক প্রার্থী রয়েছে।
কোন দল কটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে, শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী কতজন, ক’টি দল অংশ নিচ্ছে- এসব তথ্য এখনো পাওয়া যায়নি।
ইসি কর্মকর্তারা জানান, বিকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করা যাবে।
এবার ২০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১১ শতাধিক মনোনয়ন জমা পড়েছিল।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা দল ও স্বতন্ত্র প্রার্থীদের শনিবার প্রতীক বরাদ্দ দেবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।