আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২০৬ (লাবন্যতে বন্য)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! লাবন্যতে বন্য --------------------- সহসা আমি জোরে কখনো টু শব্দটুকু করিনি, মাথায় থাকে নি বিক্ষোভের স্বভাব, দীঘির জলের মতন শান্তশিষ্ট টলমল। শুধু গোধূলির রংটা আমাকে উন্মাদনার বাষ্প ছড়ায়, তখন আমি লাবন্যকে হাতরিয়ে খুঁজি, তোমার ঘন চুলে আমার আঙুলগুলো ভালবাসাবাসি খেলা খেলে। আমি হঠাৎ বন্য হয়ে যাই তোমার রাঙা স্পর্শে গাঢ় চুম্বনে , আর আমার পাগলামোপনা দেখে তোমার কেবল দুষ্টু হাসি। লাবন্য আমি তোমাতে বন্য, তুমি এক অনন্য। ৩রা জানুয়ারী,২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২০৬/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত।)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।