তথ্যচরিত্রটি নির্মাণ করেছেন মুস্তাফিজুর রহমান খান, যিনি নিজেও একজন তরুণ উদ্যোক্তা। একুশ শতকে সারাবিশ্বেই উদ্যোক্তাদের বিবেচনা করা হয় সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের বড় প্রভাবক হিসেবে। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযুক্তিকেন্দ্রিক ব্যবসাক্ষেত্রে রয়েছে অনেক সম্ভাবনা। সম্ভাবনার পাশাপাশি রয়েছে নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জও। প্রতিবন্ধকতা পেরিয়ে সাফল্যের গল্পও রয়েছে।
এসব বিষয়ই তথ্যচিত্রটিতে তুলে ধরার চেষ্টা করেছেন মুস্তাফিজুর।
পুরো তথ্যচিত্রটির অর্থায়ন করা হয়েছে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে, অর্থাৎ অনলাইনে তথ্যচিত্র নির্মাণ প্রজেক্টের জন্য অর্থ সাহায্য আহ্বান করার পর পরিচিত-অপরিচিত দাতাদের আর্থিক সহায়তায়।
তথ্যচিত্রটি খুব শিগগিরই ইউটিউবে আপলোড করা হবে বলে জানিয়েছেন মুস্তাফিজুর। তথ্যচিত্রটির সবার জন্য উন্মুক্ত করে দিতে কপিরাইট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ফলে যে কেউ ডাউনলোড ও প্রদর্শনী করতে পারবেন ৫০ মিনিটের তথ্যচিত্রটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।