আমাদের কথা খুঁজে নিন

   

ঊলালা(ডার্টি) ডেমোক্রাসি ...........ফ্রিডম হল ফ্যান্টাসি!!!

......সতয যে কঠিন,কঠিনেরে ভালবাসিলাম

কারচুপি, জালিয়াতি, চালাকি বড্ড বেশি গায়ের জোর, দুর্নীতি আর কালো টাকার রাজনীতি -------------“ছেড়ে দে মা কেঁদে বাঁচি” জনগন বলে ওঠে বারবার। ঊলালা ঊলালা ঊলালা ঊলালা ঊলালা ডেমোক্রাসি ক্ষমতা ক্ষমতা ক্ষমতা ক্ষমতা ক্ষমতা ভালবাসি। সস্তা প্রতিশ্রুতি, ভন্ডামি, ধর্মের ব্যবহার বড় বেশি ব্যবসায়ী, টাকাওয়ালা,ক্যাডারবাহিনী, স্বজনপ্রীতি -------------ইলেকশন এলে পরেই হরতালে হরতালে জান জেরবার। ঊলালা ঊলালা ঊলালা ঊলালা ঊলালা ডেমোক্রাসি জনতা জনতা জনতা জনতা জনতা বোকা বেশি। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বিভক্ত রাজনীতি ভারত পাকিস্তান আর বিদেশীরা নাড়ছে কলকাঠি -------------ডিভাইড এন্ড রুল পলিসিতে এদের মিলবেনাকো কোন জুটি দ্রব্যমূল্য, বেকারত্ব,মাদক আর সন্ত্রাসে দেশবাসী নাকাল হল বারবার। আহা! মিডিয়া আছে, টক শো আছে, ভাষণ শুনে পাবলিক দিশেহারা। --------------ইলেকশন হল ক্ষমতার সিঁড়ি; (আসুন) সবাই মিলে ইলেকশন-ইঞ্জিনিয়ারিং এর বুদ্ধি করি! ঊলালা ঊলালা ঊলালা ঊলালা ফ্রিডম হল ফ্যান্টাসি গার্মেন্টসে অস্থিরতা,নারী নির্যাতন,ইভ টিজিং বড্ড বেশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।