এমন ফাঁসি চাইনি, যেখানে রাস্তায় হাঁটতে গেলে ভয় করে এই বুঝি পাশের লোকটি থলে থেকে বোমা কিংবা পেট্রোল বের করে ছুঁড়ে মারবে।
এমন ফাঁসি চাইনি, যেখানে বাসে চড়তে গেলে মনে এই বুঝি দাউদাউ করে জ্বলে উঠবে আমার সর্বাঙ্গ।
এমন ফাঁসি চাইনি, যেখানে আমার লাখ পঁচিশের গাড়ি মুহূর্তেই অঙ্গার হয়ে পঁচিশ টাকার কঙ্কালে পরিণত হবে।
এমন ফাঁসি চাইনি, যেখানে কাজের প্রয়োজনে বেরোতে গেলেও মা বলে ওঠে যাসনে খোকা, পাছে তোর কিছু হয়ে যায়।
এমন ফাঁসি চাইনি, যেখানে বিজয় দিবসের দিনে অজানা আশঙ্কায় কেঁপে ওঠে মন, এই না বুঝি রক্তের বন্যা বয়ে যায়।
এমন ফাঁসি চাইনি, যেখানে স্বাধীন দেশের মানুষগুলো ঝাঁঝরা হয়ে যায় প্রতিনিয়ত।
এমন ফাঁসি চাইনি, যেখানে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় কোটি টাকার সম্পদ।
এমন ফাঁসি চাইনি, যেখানে সোনার বাংলায় মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিতে মানুষ ভয় পায়।
এমন ফাঁসি চাইনি, যেখানে মানুষের থেকে ধর্ম পরিচয়টাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়
এমন ফাঁসি চাইনি, যেখানে ১৬ কোটি মানুষ এক কাতারে শামিল হতে পারেনি……
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।