আমাদের কথা খুঁজে নিন

   

২ বাংলাদেশীর লাশ ফেরতের দাবী স্বজনদের

কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয়দের পিটুনিতে গত বৃহস্পতিবার রাতে নিহত ২ বাংলাদেশীর পরিবার তাদেরকে জীবিত অথবা মৃতদেহ ফেরৎ দেয়ার দাবী জানিয়েছে। শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বেরীর পার এলাকায় মাজিদ আলী (৪০) ও  নজর আলী (২৫)র বাড়িতে গেলে শোকের মাতম থেকে এ দাবী করে স্বজনরা।

তাদের পিতা ইয়াকুব মিয়া ও আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার বিকালে মনু নদী অতিক্রম করে জিরো পয়েন্টে অর্থাৎ ভারতের সমরুর পার সীমান্ত এলাকায় গরু চরাতে যাওয়ার পর থেকে তারা নিখোঁজ হয়। সন্ধ্যায় গরুগুলো ফিরে এলেও মাজিদ ও নজর ফিরে আসেনি। পরবর্তীতে ভারতের সমরুর পার গ্রামের তাদের আত্মীয় স্বজনরা জানিয়েছেন, ভারতীয় লোকজন লাঠি পেটা করে তাদেরকে গুরুতরভাবে আহত করলে কৈলাসহর হাসপাতালে নিয়ে যাবার পথে তারা মারা যায়।

সঞ্জরপুর গ্রামের দিনমজুর আব্দুল খালিক জানান, বিএসএফ ও ভারতীয়রা কর্তৃক বাংলাদেশীকে ধরে নিয়ে হত্যাকান্ডের বেশীর ভাগ লাশ বিএসএফ ফেরত দেয়নি।

বিজিবি ক্যাম্পের পক্ষে কোন কথা বলতে রাজি না হলেও নাম প্রকাশ না করে এক বিজিবি সদস্য জানান, বৈঠকে নিখোঁজ মাজিদ আলী ও নজর আলীর সন্ধান দিতে সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে বিএসএফকে। ২ পরিবারের একটাই দাবী, মাজিদ ও নজর জীবিত থাকলে তাদেরকে আইনগতভাবে ফেরৎ দেয়া অথবা মারা গেলেও তাদের লাশ হস্তান্তর করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।