আর আমাদের পথে নামতে বাধ্য করবেন না। দেশের মানুষকে রক্ষা করুন, অর্থনীতিকে রক্ষা করুন। মতিঝিলে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশে রাজনীতিবিদদের এ আহ্বান জানান ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় এই প্রতিবাদ সমাবেশে শুধু ব্যবসায়ী মহলই নয় অংশ নিয়েছে শ্রমিকরাও।
বর্তমান চলমান অস্থিরতা, সহিংসতা বন্ধের দাবিতে শান্তির পতাকা তলে অবস্থান নিয়েছেন হাজারো ব্যবসায়ী ও শ্রমিক জনতা। রাজধানীর মতিঝিলে এই সমাবেশের আয়োজন করেছে এফবিসিসিআই। এখানে দেশের প্রায় সব ব্যবসায়ী সংগঠন অংশ নিয়েছে। রাজধানীর এফবিসিসিআই ভবনের সামনে প্রতিবাদ মঞ্চ তৈরি করা হয়েছে।
প্রতিবাদ সমাবেশে অংশ নেন এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদসহ এফবিসিসিআই’র প্রায় সব ডিরেক্টর ও সাবেক নের্তৃবৃন্দ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।