বিজয়ের মাস শুরুর সাথে সাথে প্রকৃতিও যেনো মেতে উঠেছে একে বরণ করার আয়োজনে। রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে ছোট ছোট লাল সবুজ পতাকা, গলির মোড়ে মোড়ে আয়োজন চলছে ১৬ ডিসেম্বরের উৎসবের। ১৬ই ডিসেম্বর, এই দিনটির তাৎপর্য শুধু মাত্র একজন বাঙ্গালীরই ভালোভাবে বুঝতে পারবে। কত কষ্ট করে, কত শহীদের রক্তের বিনিময়ে, কত ত্যাগের মধ্য দিয়েই না তারা ছিনিয়ে এনেছিল এই বিজয়। আর সেই থেকেই আমাদের দেশে বিভিন্ন আয়োজনে এই দিনটি পালন করা হয়।
আর এই উৎসবে সব ধরনের মানুষ যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে বাচ্চা, আফিসের ব্যাস্ত লোকজন, বয়স্ক মানুষ পর্যন্ত সব শ্রেণীর মানুষ অনেক আগ্রহে যোগ দেয়। কারণ এই বিজয় যে সবার।
সাধারণত এ অনুষ্ঠানটি সব ধরনের মানুষেরাই পালন করে থাকে, তাই এর সাথে সাথে এটাকে পালন করার নান আয়োজনও তৈরী করে নিয়েছে। যেমন ১৬ই ডিসেম্বরের প্রধান পোশাক
হচ্ছে লাল, সবুজ, অথবা লাল সবুজ দুইটা রঙ একসাথে। এছারাও হাতে অথবা কপালে বাধতে পারেন লাল সবুজ পতাকা।
তবে যেহেতু এই ধরনের অনুষ্ঠান সকালের দিকেই শুরু হয় বেশী, তাই আপনার সাজটি সারাদিন ধরে রেখে সবার মাঝ থেকে নিজেকে আকর্ষনীয় করে তুলতে চোখ বুলিয়ে নিতে পারেন এই ছোট কলামটির দিকে।
যদি আপনি সকালের দিকে বাইরে বের হন তাহলে আপনার মুখের মেকআপটা একটু লাইট হলে ভালো হবে। আর এখন যেহেতু শীতকাল, তাই ত্বক একটু পর পর আদ্রতা হারাবে। তাই এটাকে অবশ্যই ভালোভাবে মশ্চারাইজার করতে হবে। এক্ষেত্রে প্রথমে ভালোভাবে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে গরম তোয়ালে মুখে চেপে নিতে হবে।
তারপর মুখ হালকা ভেজা অবস্থায়ই কোনো ভালো মানের মশ্চারাইজার লাগিয়ে নিন। এবার কিছুক্ষন অপেক্ষা করে মুখে এর উপর ক্রীম বেইস ফাউন্ডেশন লাগিয়ে নিন। যেহেতু শীতকাল তাই প্যানকেক অথবা পাউডার বেইস ফাউন্ডেশন এড়িয়ে চলুন। তা না হলে আপনার মুখে মেকাপ ভালোভাবে বসবে না এবং মুখের বিভিন্ন জায়গায় সাদা সাদা ছোপ পরে থাকবে। এরপর এর উপর হালকা কম্প্যাক্ট পাওডার লাগিয়ে তৈরী করে নিন আপনার মুখের বেইস মেকাপ।
তবে মেকআপ সাধারণত আপনার পোশাক নির্বাচনের উপর নির্ভর করে। তবে সাধারণত এই দিনে মেয়েরা শাড়ি পড়তে বেশী পছন্দ করে। তবে ব্লাউজের ক্ষেত্রে আপনি থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা ব্লাউজ নির্বাচন করতে পারেন। এক্ষেত্রে আপনি শাড়ীর রঙের সাথে কনট্রাস্ট করে এক রঙের অথবা একেবারে ভিন্ন রঙের প্রিন্টের ব্লাউজ ব্যাবহার করতে পারেন। কারন আজকাল এক রঙের শাড়ীর সাথে প্রিন্ট এর ব্লাউজও অনেক ভালো লাগে।
শাড়ির সাথে চোখের সাজটা একটু ভারী হলে ভালো লাগবে বেশী। এক্ষেত্রে চোখের কালো, ব্লাকিশ সিল্ভার, লাইট পার্পেল, সবুজ, হালকা লাল এর সাথে মিক্স গোল্ডেন শ্যাডো ব্যাবহার করতে পারে। এতে চোখ ব্রাইট দেখাবে। প্রথমে আপনার পছন্দমত শ্যাডো চোখের পাতার লাগিয়ে নিন। এরপর এর উপর কাজল অথবা আইলাইনার একটু মোটা করে একে নিন।
চোখের নিচেও একটু কাজল দিয়ে আপনার পছন্দমত শেপ বানিয়ে নিন। এরপর মাস্কারাটা একটু ভারী করে চোখের নিচ থেকে উপরের দিয়ে কার্ল করে লাগিয়ে নিন। আপনার চোখের পাপড়ি যদি বেশী পাতলা হয় তাহলে আলগা পাপড়ি লাগিয়ে নিতে পারে। এবার ঠোটে যেকোনো হালকা রঙের লিপস্টিক লাগিয়ে নিন। কারন চোখের সাজটা ভারী হলে ঠোঁটে হালকা রং ভালো মানাবে।
এছাড়া লিপস্টিক এর পরিবর্তে এই শীতে লিপগ্লস অথবা লিপবাম লাগাতে পারেন। এক্ষেত্রে লাইট পিঙ্ক, লাইট পার্পেল রংগুলো বেশী মানানসই হয়। এছাড়া চাইলে এই দিনে গাঢ় করে মেরুন কালারও লাগাতে পারেন।
গয়নার ক্ষেত্রে কানে ভারী ঝুমকা পরতে পারেন। কারন আজকাল ঘুরেফিরে ঝুমকার প্রচলন আবার এসেছে।
এক্ষেত্রে লাল পাথর বসানো ঝুমকা, গোল্ডেন এ সাদা পাথর বসানো অথবা সবুজ ঝুমকা অনেক ভালো লাগবে। তবে ঝুমকা যদি বেশী বড় হয় তাহলে গলায় শুধু এক প্যাচের মালা পরতে পারেন। এইসব মালা ঢাকার টিএস সি, দোয়েল চত্বর, চারুকলার সামনে ভালো পাওয়া যাবে। আবার কানে দুলটা ছোট পরলে গলয় ক্রাচ এর বড় মালা পরতে পারেন। চুল চাইলে বিভিন্ন স্টাইলে খোপা করে সাইডে ফুল লাগাতে পারেন।
অথবা বেনী করে চুল সামনের দিকে এনে রাখতে পারেন। আর এই দিনে তরুনীদের প্রথম পছন্দ হয়ে থাকে কাচের চুড়িগুলো। হাতভর্তি কাচের চুড়ির সাথে কপালে বড় একটা টিপ পূর্ন করবে আপনার এই দিনের সাজকে।
তবে শাড়ী পরতে না চাইলে স্যালোয়ার কামিজ অথবা বিভিন্ন কাটের লম্বা ফতুয়ার সাথে জিন্স পরতে পারেন। কারন শীতের দিনে জিন্স অনেক আরামদায়ক হয়।
এক্ষেত্রে বেইস মেকাপের সাথে চোখে শুধু কাজল এবং শ্যাডো দিয়ে সাজাতে পারেন। স্যালোয়ার কামিজ অথবা জিন্স এর সাথেও লাল কাচের চুড়ি এবং বড় টিপ অনেক ভালো লাগবে। তবে আপনার কপাল যদি বেশী ছোট হয় তাহলে বেশী বড় টিপ ব্যাবহার না করাই ভালো। তবে স্যালোয়ার কামিজ অথবা জিন্স এর সাথে চুল খোলা রাখলেই বেশী ভালো লাগবে। ইদানিং বিভিন্ন ফ্যাশান হাউজগুলো কাপল পোশাক নিয়ে এসেছে।
চাইলে আপনি আপনার প্রিয় মানুষটি সাথে মিলিয়েও পড়তে পারেন এই ১৬ ডিসেম্বরের পোশাক।
তবে অনেকে মনে করে থাকেন ছেলেদের সাজের কি আছে। কিন্তু সারাদিনের এর অনুষ্ঠানের মাঝে আপনার ও তো ফ্রেশ থাকার দরকার আছে। তাই বাইরে বের হওয়ার আগে অবশ্যই ভালো কোনো মশ্চারাইজার লাগিয়ে বের হবেন। নয়ত ত্বক বারবার শুষ্ক হওয়ার সম্ভাবনা থাকবে।
এই পোষ্ট পুর্বে এই সাইট এ প্রকাশিত হয়েছে।
http://www.style24.com.bd/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।