সেই শব্দটি একা একা হাঁটে আনমনে খেলা করে
শব্দটি হাসে বাঙালির অন্তরে
আদরে নাচায় মাঠের ফসল মাখামাখি ফলে-ফুলে
নদীর ঢেউয়ের তালে তালে ওঠে দুলে
সেই শব্দটি বন্দি তখন পাকিস্তানের হাতে
মুক্ত করতে দেবে না বলেই হত্যাযজ্ঞ পঁচিশে মার্চ রাতে
বাঙালিও ঘরে থাকবে না বসে ঝাঁপিয়ে পড়েছে তাই
ক্ষয়-ক্ষতি হোক তবু শব্দটি মুখে মুখে ফেরা চাই
সেই শব্দটি কত না মধুর কত না আপন জানি
তাকে উদ্ধারে কত মা-বোনের দুচোখে ঝরেছে পানি
ঝরে গেল তাজা তিরিশ লক্ষ প্রাণ
শব্দটি শুধু হাহাকার করে বাতাসে ছড়ায় ঘ্রাণ।
সেই শব্দটি প্রাণের আকাশে অবারিত কথকতা
শব্দটি- স্বাধীনতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।