আমাদের কথা খুঁজে নিন

   

‘আটক’ নন, ববি হাজ্জাজ ‘বিশ্রামে’

তবে রোববার সকাল থেকে জাতীয় পার্টি রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি উইংয়ের প্রধান ববির মোবাইল ফোনে কল করেও কোনো সাড়া মিলছে না।
এরশাদকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে শনিবার বিকালে সংবাদ সম্মেলন করার পর রাতে
ববির গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। রোববার কয়েকটি সংবাদ মাধ্যমের অনলাইন ভার্সনে তার গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়।
রোববার সকাল থেকে অনেকবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে ববির মোবাইল ফোনে কল করা হলেও তা কেউ ধরেননি।
এরপর ববির একান্ত সচিব তারেক মর্তুজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ববি বাসায় ‘বিশ্রাম’ করছেন।


তবে তারেক মর্তুজা  বলেন, “গতকাল রাতে র‌্যাব-১ এর কয়েকজন সদস্য স্যারের (ববি হাজ্জাজ) বাসায় গিয়েছিলেন, তারা স্যারের সাথে কথা বলেছেন। ”
তিনি রোববার অফিসে আসবেন কি না- জানতে চাইলে তারেক বলেন, “আজ তিনি অফিসে আসবেন না। তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন। ”
র‌্যাব সদস্যদের সঙ্গে কী কথা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “এটা আমি জানি না। ”

র‌্যাব পাহারায় বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের সিএমএইচে ভর্তির পর থেকে তার আটকের গুঞ্জন ছড়ায়।

জাতীয় পার্টির এক নেতা আটকের কথা বললেও র‌্যাবের পক্ষ তেকে তা অস্বীকার করা হয়।
পরে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, এরশাদ অসুস্থ তাই হাসপাতালে ভর্তি হয়েছেন।  
এরশাদ কয়েকদিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও এর মধ্যে তার দলের নেতাদের নানামুখী তৎপরতা দেখা যায়।
এর মধ্যেই শুক্রবার এক বিবৃতি দিয়ে ববি হাজ্জাজ বলেন, এরশাদকে ‘আটক’ রাখা হয়েছে।
এর পরদিন সংবাদ সম্মেলন করে ববি হাজ্জাজ নিজেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের মুখপাত্র দাবি করে বলেন, এরশাদকে ‘জোর করে’ এমপি বানানো হচ্ছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।