আমাদের কথা খুঁজে নিন

   

তুমি লোভ ঘৃনার ব্যাকরনে বিবেকের বন্ধ তালা

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি।

তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা তুমি ছন্দের অন্ত্যমিল তুমি বর্ষার প্রথম বৃষ্টি তুমি পদ্ম ফোটা ঝিল তুমি প্রিয়তমার স্নিগ্ধ হাতে বন্ধনের রাখি তুমি কষ্টের নিভৃত কান্নার ভরা যন্ত্রনার সাথী তুমি শীর্ষ অনুভূতির পরে শূন্যতার বোধ তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহুনি গুমরে থাকা ক্রোধ তুমি ভোর রাত্রির প্রার্থনা তুমি চেনা নদীর ঢেউ তুমি সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া কেউ তুমি ভ্রান্তি নও বাস্তবতায় শূন্য ভাতের থালা তুমি লোভ ঘৃনা ব্যাকরনে বিবেকের বন্ধ তালা তুমি সংঘাত আর প্রতিঘাতে অস্থির রাজপথ তুমি আজ ও আগামীর মাঝে বেদনার নীল ক্ষত তুমি চাওয়া না পাওয়ার ফাঁকে অসম সমীকরন তুমি অবুঝ রাগী অজন্য হৃদয়ের রক্তক্ষরন তুমি তারুন্যের চোখের কোনে বিষন্নতার বাস তুমি বুড়ো খোকাদের ইচ্ছেমতো ভুলের ইতিহাস তুমি উদ্যত মিছিলের স্রোতে গর্বিত মুখ তুমি ভুল নায়কের হাতছানিতে মায়ের শূন্য বুক তোমার মাঝেই স্বপ্নের শুরু তোমার মাঝেই শেষ ভালোলাগা ভালোবাসায় তুমি আমার বাংলাদেশ... ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।