আমি নির্বাক, আমি হকবাক, আমি ক্রুদ্ধ,
আমি বঞ্চিত, আমি নির্যাতিত, আমি গৃহে অন্তরীন,
আমি চিকিৎসাহীন, আমি বিচারহীন, আমি ধর্ষিত,
আমি বাকরূ্দ্ধ, আমি নিরাশ, আমি আতঙ্কিত,
আমি লজ্জিত, আমি সারা বিশ্বে ঘৃনিত,
আমি নিগৃহিত, আমি নিলজ্জ, আমি প্রতারিত,
আমি আশাহীন, আমি অভুক্ত, আমি মিথ্যুক,
আমি সহিষ্ঞু, আমি লুন্ঠনকারী,
আমি সদা সর্বদা ক্রন্দনরত, আমি কি তাহলে পরাজিত?
আমি কি তাহলে ভন্ড দেশপ্রেমিক, ঠুনকো আবেগে আপ্লুত?
আমি কি শুধু ভোট ও লুটের সার্টিফিকের জন্য আপ্লুত, অবনত মস্তিস্ক?
আমি আসলে কি?
আমি লুটেরা?
আমি কি দলকানা চোর?
আমি বিবেকহীন মানবতা বিরোধী বিচারক?
আমি কি মানবতা বিরোধী বিচার করে নিজেই মনুষ্যত্বহীন?
আমি কি গরিব দুঃখীর অন্ন লুন্ঠনকারী?
আমি কি তাহলে স্বাধীন নই?
আমি কি তাহলে এখনও পরাধীন, তবে আমি এখনও ঘুমিয়ে আছি কেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।