আমাদের কথা খুঁজে নিন

   

ড. পিয়াস করিমের উদ্দেশ্যে খোলা চিঠি

ড. পিয়াস করিম চ্যানেল আই এর আজ রাত বার টার টক শোতে আওয়ামী-বিএনপি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বললেন, উভয়ই আপদ ও বিপদ। কখনও আমরা আপদের মধ্যে, কখনও আমরা বিপদের মধ্যে আছি। এই আপদ-বিপদের মধ্য থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, মতিউর রহমানের প্রশ্নে তিনি বললেন, তিনি হতাশ এবং রাতারাতি কোন সমাধান দেখছেননা। -তার মতো উচু মাপের সমাজ বিজ্ঞানীরা যদি আপদ-বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার সমাধান দেখাতে না পারেন তাহলে আম জনতা কার কাছ থেকে সমাধান নেবে? -ফরাসী বিপ্লবের পটভূমি তৈরি করেছিল ঐ সমাজের বুদ্ধিজীবী তথা রুশো, ভল্তেয়ার এর মতো ফিলোসোফাররা। তাদের প্রেরণায় জনগন সমাজ পরিবর্তনে সাহস পেয়েছিল এবং পরিবর্তনে সক্ষম হয়েছিল। আমাদের দেশের পরিবর্তনে বুদ্ধিজীবি সমাজ যদি ভূমিকা না রাখে তাহলে পরিবর্তন করবে কে? -ড. পিয়াস করিমকে বলতে চাই, আল্লাহ আপনাদের কথা বলার সুযোগ, সামর্থ দিয়েছেন। সত্যকে না লুকিয়ে বলে ফেলুন, লুজার হবেননা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।