আমাদের কথা খুঁজে নিন

   

আর কতকাল তোকে মনে পড়বে?

I love you more than I can say... http://on.fb.me/ZU9ABE কাল সকালে আমার খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা আছে। তারচেয়ে মজার ব্যাপার হলো, আমার এখন ১৫টারও বেশি অধ্যায় পড়া বাকি! এতগুলো অধ্যায় কীভাবে পড়বো জানি না। কিন্তু সবগুলোয় একবার চোখ বুলিয়ে গেলে লেখা সম্ভব হবে। অথচ এই গভীর রাতে পড়া বাদ দিয়ে আমি কি না তোকে লিখতে বসেছি। জানি না কেন যেন যতই দিন যাচ্ছে, ততোই তোর স্মৃতিগুলো আরও প্রখর হয়ে উঠছে।

সবসময় শুনে এসেছি প্রিয় মানুষটি চলে গেলে তার হারানোর ব্যথা ধীরে ধীরে কমে আসে। তার সঙ্গের সুন্দর স্মৃতিগুলো মলিন হতে হতে একসময় মিলিয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে এক মুহূর্তের জন্যও এমনটা মনে হয়নি। সত্যি কথা কি জানিস, আমি অপেক্ষা করেছি। আমি অপেক্ষা করেছি তোর স্মৃতি মলিন হওয়ার জন্য।

কিন্তু দুই বছর হতে চললো, আজও যে চোখ বুজলেই তোকে দেখতে পাই। আজও যে হাজার মানুষের ভিড়েও একাকিত্ব অনুভব করি কেবল তুই না থাকায়। কাল পরীক্ষা আমার। এমন একটি মুহূর্তে নিশ্চয়ই সবাই শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নিচ্ছে কিংবা প্রস্তুতি শেষ করে ঘুমোচ্ছে। কিন্তু আমি বই সামনে নিয়েও মন বসাতে পারছি না।

কেন এমন হয়? কেন যাকে সবচেয়ে ভালোবাসি তারই চলে যেতে হয়? কই, তুই যখন আমার হাত ধরে হাঁটতি, তখন তো ঘুণাক্ষরেও মনে হয়নি যে এই তুই আমাকে রেখে চলে যেতে পারিস! তোকে কি তবে এতোই ভালোবেসে ফেলেছিলাম যে তুই সত্যি সত্যি চলে যাওয়ার বছরখানেক পরেও আমি বিশ্বাস করতে পারি না? এখনও কেন আমি অপেক্ষা করি যে তুই ফিরে আসবি? আমি জানি, তোর সঙ্গে যদি কোনোভাবে কথা হয় আমার, তুই আমাকে স্পষ্টই জানিয়ে দিবি তুই আর আসবি না আমার জীবনে। তুই এরই মধ্যে অনেকবারই আমাকে বলেছিস যে, তোর আসার যেই সময়টুকু ছিল সেটা পার হয়ে গেছে আরও অনেক আগেই। আমি জানি রে, আমি জানি তোর কথায় যুক্তি আছে। আমি জানি প্রথম ভালোবাসার মানুষকে বেশিরভাগ মানুষই তাদের জীবনে পায় না। কিন্তু তোর প্রতি আমার অনুরোধ, একবার ভেবে দেখিস তো, আমার সঙ্গে কি তুই সুখী হতে পারতি না? তুই এমনটা ভাবিস না যে আমি কাউকে না পেয়ে তোকে কাছে পেতে চাচ্ছি।

আগেও বলেছি, জীবনে চলার পথে অনেকের রাস্তার সঙ্গেই আমার রাস্তা অতিক্রম হয়েছে। অনেকেই কাছে এসেছে, খানিকটা স্বপ্ন দেখিয়েছে, নিজেও হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু শেষ পর্যন্ত আর কিছুই হয়ে ওঠেনি। কাকডাকা ভোরে যেমন স্বপ্ন ভেঙ্গে মানুষ জেগে ওঠে, অনেকটা সেভাবেই সেসব অস্থায়ী ধোয়াশা স্বপ্নগুলো মিলিয়ে গেছে। কিন্তু তোর সঙ্গে তো আমার কেবল স্বপ্ন ছিল না। তুই ছিলি বাস্তবতা।

তুই এখনও নেই, কিন্তু তোকে চাওয়া এখনও আমার বাস্তব ইচ্ছের মধ্যেই পড়ে। আমি জানি না তুই এসব লেখা কখনো পড়বি কি না, বা খুললেও পড়ার ধৈর্য্য হবে কি না। কিন্তু বিশ্বাস কর, প্রতিটা মুহূর্তে প্রতিটা রাতে আমি এখনও তোকেই কল্পনা করি। যখন আর কোনোভাবেই সহ্য করতে পারি না, কেবল তখনই এখানে লিখতে বসি। তুই যদি আমার মন পড়তে পারতি, তাহলে প্রতিক্ষণই তুই আমার কথা শুনতে পারতি।

আমি চাই না তুই সেভাবে বিরক্ত হ। আমি কেবল চাই, তুই আমাকে আরেকবার বুঝতে চেষ্টা কর। আমি সত্যিই তোকে খুব মিস করি। তোকে খুব মনে পড়ে। দিন শেষে এই বিশ্বাসটা ঘুরেফিরে আসে, যতই অন্য কারো দিকে মন দেয়ার চেষ্টা করি না কেন, মন থেকে যে ভালোবাসা আসে, সেটা কেবলই তোর প্রতি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।