বিয়ের ক'দিন পরের কথা। বর্তমানের অন্যতম আবশ্যক কাজ হিসেবে স্ত্রীকে মোবাইল আর সিম দিয়ে দিলাম। বউ কৌতুহলবশত আমার মোবাইল নিয়ে নাড়াচাড়া করছে। আমার মোবাইল দিয়ে তার মোবাইলে কল করলো। উদ্দেশ্য আমি কী নামে সেভ করেছি সেটা দেখা।
কারণ, তার ধারণা (!) সবাই বউয়ের নাম 'জান', 'লাভ', 'প্রিয়া' - এসব নামে সেভ রাখে মোবাইলে। সে দেখতে পেলো লেখা gp. আসলে আমি আমার একটা পুরোনো সিম (জিপি) তাকে দিয়েছিলাম। যেটা ছিল gp নামে সেভ করা। এখন বউ বলে - এটা কী নামে সেভ করলা? সবাই কত সুন্দর নাম লিখে আর তুমি gp? আমি তাড়াতাড়ি চিন্তা করতে লাগলাম gp দিয়ে কী বানানো যায়। তাৎক্ষণিক ভাবে বলে দিলাম আরে gp মানে হলো জান প্রাণ! সে কনভিন্সড হলো! আমি ভাবলাম মন্দ কি সে তো আমার gp! থাকনা এটাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।