আমাদের কথা খুঁজে নিন

   

কলেজছাত্রী-শিশুসহ নিহত ৫

দিনাজপুরে বাস ও ট্রাকচাপায় কলেজছাত্রী এবং শিশু, নওগাঁয় মোটরসাইকেল আরোহী, চট্টগ্রামে টেম্পু উল্টে যুবক, কোটচাঁদপুরে বৃদ্ধা নিহত হয়েছেন।

দিনাজপুর : চিরিরবন্দরে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ফারহানা সেতু (২০) ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান। গতকাল দুপুর ২টায় চিরিরবন্দরের হাজীরমোড়ে পার্বতীপুর উপজেলার পূর্ব সুকদেবপুর ঘুঘুমারি এলাকার ফাইজুর রহমানের বড় মেয়ে ফারহানা সেতু (২০) ও তার মা এবং মামা জয়নাল আবেদিন মোটরসাইকেলে করে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার পথে দিনাজপুর-পার্বতীপুরগামী একটি খালি ট্রাক দ্রুতগতিতে মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে সেতু ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরদিকে কাহারোলে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু আইরিন (৭) মৃত্যু হয়েছে।

গতকাল সকালে জেলার কাহারোল উপজেলার ভেরুবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আইরিন উপজেলার বলরামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। প্রথম শ্রেণীর ছাত্রী আইরিন তার পরিবারের সদস্যদের সঙ্গে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ দেখতে আসছিল।

নওগাঁ : সাপাহারে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহাদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত আহাদ আলী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।

চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকায় টেম্পু উল্টে মো. আলাউদ্দিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি গ্রামে।

ঝিনাইদহ : গতকাল দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে দু'টি ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে বানু বিবি (৬০) এক বৃদ্ধা নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছে আরও ছয় যাত্রী। নিহত বানু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামের রওনক আলীর স্ত্রী।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।