We can easily forgive a child who is afraid of the dark; the real tragedy of life is when men are afraid of the light. ----------Plato ট্রানসেন্ড স্টোরজেট ২৫এ৩ , এক টেরাবাইট, সেদিন এক ফ্রেন্ড কিনলো। বাসায় গিয়ে লাগিয়ে দেখে ডিস্ক ফরম্যাট FAT32। FAT 32 হবার কারণে তার কম্পিউটারে থাকা চার জিবির বড় মুভি গুলা সে এক্সটার্নালে ঢুকাতে পারছে না, একই কারণে তার থেকে এই মুভি গুলা আমরা কেউ নিতে পারি নাই। আমাকে জিজ্ঞেস করলে আমি বললাম, “বল কী! এগুলা তো সবসময় NTFS হয়ে থাকে”। আরেকটা ফ্রেন্ডের ৩২০ জিবির একটা আছে। এবং তারটা NTFS, ট্রানসেন্ড ২৫ডি২ । আপনাদের কারো কী এইরকম হয়েছে? কোন রকম উপায় জানা আছে পার্মানেন্টলি NTFS করে ফেলার? (পেনড্রাইভ NTFS এ কনভার্ট করার উপায় জানা আছে, কিন্তু সেটা পার্মানেন্টলি না, ফরম্যাট দিলে আবার আগের মতো হয়ে যায়, নাকি এটা এমনিতেই FAT32, পেনড্রাইভের মতো?)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।