আমাদের কথা খুঁজে নিন

   

সুভাষ-বিগবি রিইউনাইটেড

অমিতাভকে সিনেমা বানানোর পরিকল্পনা তার অনেকদিনের। কিছুতেই হচ্ছিল না। ১৯৮৭ সালে একবার সুযোগটা পেয়ে যান সুভাষ ঘাই। সিনেমার নাম 'ডাকায়েত'। শুরু হয়েছিল শ্যুটিং পর্বও।

কিন্তু এক সপ্তাহ ধরে শ্যুটিং চলার পর বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং। কারণ পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে ছবির গল্প নিয়েই ঝামেলা লেগে যায় অমিতাভের। তখন থেকেই বিগবি-কে নিয়ে সিনেমার না বানানোর সিদ্ধান্ত নেন সুভাষ।

১৯৯২ সালে 'খুদাগাওয়া' মুক্তির পর পুনরায় বিগবি-সুভাষের বচসা শুরু হয়। সুভাষের বক্তব্য, 'ডাকায়েত'-এর লুকটি নাকি নকল করা হয়েছে 'খুদাগওয়া'-তে।

তবে আশার কথা হলো শোনা যাচ্ছে রাগ পড়ে গেছে সুভাষ ঘাইয়ের। তিনি জানিয়েছেন, সবরজিতকে নিয়ে তৈরি বায়োপিকে অমিতাভকে দেখা যাবে পাকিস্তানের উকিলের চরিত্রে। ছবিতে অমিতাভ ছাড়াও থাকছেন সোনাক্ষি সিনহা। সোনাক্ষি অভিনয় করবেন সবরজিতের বোনের চরিত্রে। আর সবরজিতের চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছেন সুভাষ ঘাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।