স্বপ্ন দেখব বলে, আমি দু'চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দু'হাত পেতেছি....
আমাদের চরিত্রে দ্বান্দ্বিকতার মাত্রা এত প্রকট যে, আজকে আমাদের জাতীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রত্যেকটা ধাপে উৎকটভাবে দৃশ্যমান হয়ে উঠে ।
★ প্রধানমন্ত্রী চান তার নেতৃত্বে নির্বাচন হবে এবং এটা সবার মেনে নেয়া কর্তব্য । কিন্তু তত্ত্বাবধায়কের প্রতিষ্ঠাতা তিনিই !
★ বিরোধী নেত্রী ভারতের হস্তক্ষেপ চাননা কিন্তু আমেরিকার নির্দেশ গুরুর আদেশরুপে মান্য করেন।
★ শেখ মুজিব হত্যায় আমরা ব্যাথিত হই অথচ বাংলাদেশে প্রথম রাজনৈতিক হত্যাকান্ড শেখ সাহেবের নির্দেশেই হয়। সিরাজ শিকদারকে হত্যা করেন তিনি ।
আবার জাসদের অজস্র নেতাকর্মী হত্যার কালিমা তার গায়ে ।
★ জিয়া হত্যার ক্ষেত্রেও দেখা যায় কর্ণেল তাহেরকে উদ্ভট আইনে ফাঁসি দেন তিনি । অনেক সেনা অফিসারের ফাঁসি দেন তিনি ।
তার এমন মৃত্যু তো অস্বাভাবিক নয় । এটা ইতিহাসের নিজস্ব দায় ।
ইতিহাস তার দায় শোধ করবেই ।
★ আমরা চাই অন্যায়ের প্রতিবাদ করুক এমন সন্তান ঘরে ঘরে হোক কিন্তু রাস্তায় কারো বিপদে সবার আগে পিঠটান টা আমরাই দেই ।
★আমরা চাই আমার বউ যেন সর্বদা পর্দায় থাকে কিন্তু সুযোগ পেলেই অন্যের বউ দেখে নিতে কোন দ্বিধা নেই আমাদের !
প্রতিটা ক্ষেত্রে এমন অসংখ্য দ্বান্দ্বিকতার উদাহরণ আছে ।
কেমনে জাতির উন্নতি হবে !
****ফেসবুক থেকে নেওয়া*****
এক বড় ভাইয়ের স্ট্যাটাস এটা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।