আমাদের কথা খুঁজে নিন

   

ভাল ডিম চিনার সহজ উপাই


আপনি যদি জানতে চান যে ডিম ঠিক আছে না তা নষ্ট হয়ে গেছে তবে নিচের পদ্ধতিতে জানতে পারবেন। ১। একদম তরতাজা ডিমঃ- প্রথমে পানিতে ডুবালে ডিমটি একদম তলায় চলে যাবে এবং কোন অংশ উচু হয়ে বা ভেসে থাকবে না। ২। ২ সপ্তাহের পুরানোঃ- পানিতে ডুবালে ডিমটি একদম তলায় চলে যাবে এবং এর মোটা অংশ আংশিক উচু হয়ে বা ভেসে থাকবে। ৩। ৩ সপ্তাহ পুরানোঃ- পানিতে ডুবালে ডিমটি একদম তলায় চলে যাবে কিন্তু এর মোটা অংশ সম্পূর্ণ উচু হয়ে বা ভেসে থাকবে। ৪। খারাপ ডিম ঃ- পানিতে ডুবালে ডিমটি ভাসবে এবং এই ডিম একদমই খাবার উপয়োগী নয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।