আমাদের কথা খুঁজে নিন

   

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদ খান

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নাট্য নির্দেশক খালেদ খান। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার রাত ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন। খালেদ খান দীর্ঘদিন ধরে দুরারোগ্য মটর নিওরন ব্যাধিতে ভুগছেন। এ রোগে মানুষের শরীরের মাংসপেশি অকেজো হয়ে যায়।

এর কারণে খালেদ খান হাঁটাচলা করতে পারতেন না। বেশ কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করতেন। সোমবার রাতে খালেদ খান বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসকরা জানান, তার রেসপিরেটরি অ্যাটাক হয়েছে। তাদের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বারডেম হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে হাসপাতালের আইসিইউ ইউনিটে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আশির দশকে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেন খালেদ খান। জনপ্রিয়তা পান হুমায়ূন আহমেদের ধারবাহিক নাটক 'এইসব দিনরাত্রি' ও ইমদাদুল হক মিলনের 'রূপনগর' নাটকে অভিনয় করে। নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে মঞ্চে তিনি ৩০টির বেশি নাটকের সহস্রাধিক মঞ্চায়নে অভিনয় করেছেন।

তার নির্দেশনায় মঞ্চস্থ নাটক ১০টিরও বেশি। সর্বশেষ মঞ্চে নাগরিকের 'রক্ত করবী' নাটকে অভিনয় করেন তিনি। শেষ নির্দেশনা দেন সুবচনের 'রূপবতী' নাটকটি।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।