একদিন তুমি ডাক দেবে, আমি প্রতীক্ষায় আছি
তোমার সঙ্গে এই পরিচয়
কেমন করে হলো, সেই ইতিহাস
বলে রাখি, হাওয়ার কাছে চাঁদের কাছে
বৃষ্টিদিনে জানলাঘেঁষা কাক পাখিটা
কি করুণ চোখে তাকিয়েছিলো
সেই পাখিটার কাছে তোমার
নাম-ঠিকানা বলে রাখি
হৃদয়ঘেরা ভালোবাসার জন্য আমার
চোখ পুড়েছে, বায়োস্কোপের অন্ধ দেবী
ঝলসে যাওয়া রাত শিথানে হাত দিও না-
হৃদমাঝারে কাঠঠোকরা পাখির মতো
খুঁড়ছি তোমার ঠোঁটের কোণের মোনালিসা,
কড়ই ফুলের ঘ্রাণের কাছে শিখতে গিয়ে বাল্যশিক্ষা
দান পেয়েছি তিল স্পর্শের বায়োডাটা,
হাতের রেখার অলি গলি, ডাকবাকসে
তোমার তিলের চিন-পেহচান বলে রাখি
সেই ইতিহাস বলে রাখি লালের কাছে নীলের কাছে
রোদ শহরে যাচ্ছি হেঁটে, যাচ্ছি পুড়ে
মিথুন রাশির জাতক বলেই ভুলছি স্মৃতির প্রেম পরিচয়,
রাখছি তুলে সব অভিমান কান্না ভীষণ
দীর্ণ বুকের আলমারিতে, সযতনে জড়িয়ে রাখি
তোমার মুখের সাদাকালো ফটোকপি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।