আমাদের কথা খুঁজে নিন

   

বাধা-বিপত্তি পেরিয়ে স্থল সীমান্ত চুক্তি রাজ্যসভায়

বাংলাদেশের সঙ্গে ১৯৭৩ সালে স্বাক্ষরিত চুক্তি এবং ২০১১ সালে সই হওয়া প্রটোকল বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন।
ঢাকার বারবার আহ্বানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার পার্লামেন্টে সেই বিল তোলার উদ্যোগ নিলেও বিজেপিসহ বিভিন্ন দলের বিরোধিতার কারণে তা আটকে ছিল।
বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি অনুমোদনে বুধবার রাজ্যসভার অধিবেশনে সংবিধান সংশোধন সংক্রান্ত বিলটি উত্থাপন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।
এর আগে গত মে ও অগাস্ট মাসে দুই দফা এই বিলটি উত্থাপনের চেষ্টা চালিয়েছিলেন তিনি, তবে তৃণমূল কংগ্রেসসহ কয়েকটি দলের বিরোধিতায় তিনি সফল হননি।
বিলটি উত্থাপনের পরপরই রাজ্যসভার চলতি অধিবেশন মুলতবি হয়ে যায়। ফলে পরবর্তী অধিবেশনে তা নিয়ে আলোচনা হবে।
রাজ্যসভার পর লোকসভায় চূড়ান্ত অনুমোদনের পর দুই দেশের সীমান্ত জটিলতার জট খুলবে। তবে রাজ্যসভার মতো লোকসভায়ও বিলটি নিয়ে বিরোধিতা আছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।