আমাদের কথা খুঁজে নিন

   

যখন নির্জনে যাই

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

যখন নির্জনে যাই শাফিক আফতাব............. যখন নির্জনে যাই তুমি ভেসে ওঠো__জলে প্রতিবিম্ব যেন। নিবিড় হও__এক অস্থির ফড়িংনৃত্যে চঞ্চল করে তোলো।

আমাকে। যখন কোলহল থেকে ফিরে, নির্জনে নিঃসঙ্গ বালিশের গায়ে গা এলাই, যখন রাতের আঁধার গাঢ় হয়ে আসে, যখন ঘুমের ঘ্রাণে সুবাসিত হয় সারা শহর, যখন মদ আর মাগিদের নিয়ে বুর্জোয়াশ্রণি__ শ্রোণীতে সর্ন্তপর্ণে তোলপাড়া তোলে, যখন চড়াদামে নারী মাংসের দোকান বসে শহরের অভিজাত আবাসিকের এরিয়ায়, মদ আর মাগিদের বিপণিবিতানে আসে অভিজাত বিদগ্ধজন, কিংবা সস্তাদরে যখন পাওয়া যায় ট্যাক্সি ট্রাকের গ্যারেজে কচি তরুণীর দেহ, প্রোষিতভর্তৃকার ঘরে যখন ঢোকে খণ্ডকালিন মধুকর, তখন এদিকে আমি তোমার স্মৃতিমন্থন করি__আমার সমস্ত গ্রন্থিজুড়ে তোমার অনুরণন তুমি এক অনবদ্য অনুভবে কলরব তোলো__আমি তোমাকে নিয়ে স্বর্গসুধায় মিশি। যখন নির্জনে যাই। তুমিময় হয়ে উঠি আমি। তোমার গভীরে অবগাহন করে তুলে আনি সুক্তি__ কী এক অভিনব অভিব্যক্তিতে ব্যক্ত হয় আমার চেতনা__ আমি বৃত্তিমেলে তোমার অভিমুখে চেয়ে থাকি যখন নির্জনে যাই__তোমাকে পাবার আকাঙ্ক্ষাগুলো ফুলের মতোন ফুটে ফুটে সুবাস ছড়ায় আমি দহনে পুড়ে যাই, অথচ দহনের উষ্ণতায় ভালোবাসার ফুলগুলো বাতাসে দোলে, আমি নিজেই সুগন্ধি এক ফুল হই__চারপাশে আমার ঘ্রাণ নির্জনতাকে বড় মদির করে তোলে।

১৮.১২.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।