প্রতিদিন যা পড়ি পত্রিকার পাতায়, ভাললাগা-মণ্দলাগা সবই শেয়ার করি সবার সাথে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ব্রিসবেন নদীতে বিয়ারের ক্যানটি পড়ে গিয়েছিল জন ম্যাকডোনাল্ডের হাত থেকে। ৬০ বছর বয়সী জন পেশায় জেলে। কিছুক্ষণ পর ক্যানটি পানি থেকে তুলে নেন তিনি। এরপর ক্যান থেকে বিয়ার পান করেন।
২০১২ সালের মার্চ মাসের ঘটনা এটি। বিয়ার পানের পরই অস্বাভাবিকভাবে জনের পেট ফুলতে শুরু করে। ভীষণ ঘাবড়ে যান তিনি। কিভাবে এমনটা ঘটলো কিছুই বুঝে উঠতে পারলেন না। কঠিন অসুখে পড়লেন।
দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো তাকে। চিকিৎসকরা জানালেন, পাকস্থলী ফেটে গেছে। আর, এজন্য তাকে ৪ বার অপারেশন টেবিলে যেতে হয়েছে। বহু ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করেছেন। প্রতিটি অ্যান্টিবায়োটিকের কোর্স পূর্ণ করতে হয়েছে।
আজও জন পুরোপুরি সুস্থ নন। তার পেটের ওপর হার্নিয়ার মতো ক্ষুদ্র ক্ষুদ্র মাংসপিণ্ড তৈরি হয়েছে। তিনি চান, বিশ্ববাসী তার এ ঘটনা জানুক ও তার জন্য প্রার্থনা করুক। জনের বিশ্বাস, কারও প্রার্থনা হয়তো কাজে লেগে যেতেও পারে ও তিনি অচিরেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। জন চিকিৎসকদের কাছে অনুরোধ জানিয়েছেন তাকে সাহায্য করতে।
অবশ্যই, আর্থিক সাহায্য নয়। তিনি তার সন্তান ও ছোট ছোট নাতি-নাতনিদের জন্য ভালোভাবে বাঁচতে চান। সে জন্য অচিরেই সেরে ওঠাটা তার ভীষণ প্রয়োজন। সবার মধ্যে থেকে জীবনের বাকিটা সময় কাটাতে চান জন ম্যাকডোনাল্ড।
মানবজমিন ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০১৩
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।