প্রথম ক্যারিবীয় ক্রিকেটার হিসেবে কিছুদিন আগে দেড়শ টেস্ট খেলেছেন শিবনারায়ণ চন্দরপল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার গতকাল হ্যামিল্টনে উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিনকে নিয়ে ২০০ রানের রেকর্ড জুটি গড়ে দলের বিপর্যয় রোধ করেছেন এবং পার করেছেন টেস্টের প্রথম দিন। রামদিনের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি এবং চন্দপলের অপরাজিত ৯৪ রানে ভর করে ৬ উইকেটে ২৮৯ রান সংগ্রহ করে দিন পার করেছে ওয়েস্ট ইন্ডিজ।
আগের টেস্টে তৃতীয়দিনেই ইনিংস ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা। গতকাল ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ক্যারিবীয়রা।
টিম সাউদি ও কোরি অ্যান্ডারসনের সাঁড়াশি আক্রমণে ৮৬ রানে ৫ উইকেট নিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ষষ্ঠ উইকেট জুটিতে চন্দরপাল ও রামদিন ২০০ রান যোগ করেন। চন্দরপল সেঞ্চুরি না করলেও রামদিন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংসটি খেলেন ১৪৮ বলে ১৮ চারে। ক্যারিবীয় উইকেটরক্ষকদের মধ্যে সেঞ্চুরির হিসেবে এগিয়ে রয়েছেন জেফরি ডুজন। তার সেঞ্চুরি সংখ্যা পাঁচটি।
দেশের বাইরে তিনটি সেঞ্চুরি রামদিন নাম লিখেছেন ক্লাইড ওয়ালটকটের পাশে। ষষ্ঠ উইকেট জুটিতে ২০০ রান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসে অষ্টম। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ২০০৯ সালে ষষ্ঠ উইকেট জুটিতে যে ডাবল সেঞ্চুরি করেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেখানেও ছিলেন রামদিন। চন্দরপল অপরাজিত রয়েছেন ৯৪ রানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।