আমাদের কথা খুঁজে নিন

   

ফের সেন্সর বোর্ডে 'রামলীলা'

মুম্বাই হাইকোর্টের নির্দেশে ফের সেন্সর বোর্ডে 'রামলীলা'। হাইকোর্টের নির্দেশে নতুন করে সার্টিফিকেশনের জন্য সেন্সর বোর্ডে পুনরায় ছবিটি দেখানোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বিচারপতি ভিএম কানাডে এবং এমএস সোনাকের ডিভিসন বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে সঞ্জয়লীলা বানশালি পরিচালিত 'রামলীলা' ছবিটিকে সার্টিফিকেশন প্রদান করার সময় সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণেই পুনরায় সেন্সরে পাঠানোর নির্দেশ দেওয়া হল। তবে সেন্সর বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে সিনেম্যাটোগ্রাফ অ্যাক্ট মেনেই সার্টিফিকেট প্রদান করা হয়েছে 'রামলীলা'কে।

গত নভেম্বর মাসে 'রামলীলা' ছবিটি মুক্তির সময়ই শ্রীমহারাষ্ট্র রামলীলা মণ্ডল ধর্মীয় মনোভাব ক্ষু্ন্ন হওয়ার অভিযোগে হাইকোর্টে এক পিটিশন দায়ের করেছিল। সেই পিটিশনের ভিত্তিতেই সম্প্রতি হাইকোর্ট পুনরায় ছবিটি সেন্সবোর্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।