আমাদের কথা খুঁজে নিন

   

বড় নেতার নিচেই দেখি ছোট নেতার ছবি

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি।

লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন শুভেচ্ছা আর স্বাগতমের ছড়াছড়ি। পথে-ঘাটে, বাস স্ট্যাণ্ড, বাজারে শহরে, মোড়ে মোড়ে সবখানেই দেখি শুভেচ্ছা আর শুভেচ্ছা। শুভেচ্ছা কার না ভালো লাগে। কিন্তু যেখানে-সেখানে এত এত শুভেচ্ছা? সেটা কেমন লাগে? পোস্টার-ব্যানার, ফ্যাস্টুনে ছেয়ে গেছে সব।

নানা আকারের আর নানা রঙ্গের এসব পোষ্টারে সবারই নজর কাড়ে। পোস্টারে থাকে নেতা আর নেত্রীদের সুন্দর সুন্দর ছবি। বড় বড় নেতাদের ছবি থাকে পোস্টারের উপরের দিকে আর নিচের দিকে থাকে যিনি শুভেচ্ছা জানান তার ছবি। আবার দেখি, বড় নেতার হয়ে ছোট নেতা জনগণকে শুভেচ্ছা জানান। এখন চারিদিকে এসব পোস্টারের উৎসব চলছে।

দেখে দেখে হয়রান। আমার জানতে খুব ইচ্ছা করছে, এত টাকা খরচ করে এভাবে শুভেচ্ছা জানানোর মানেটা কি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।