নতুন বছর নতুন সম্ভাবনা মশার জ্বালায় তো মরে গেলাম। সন্ধ্যায় রাস্তা ভেবে মশা ভুলে আমার গলায় ঢুকে গেল। টেবিলে বসে থাকাটা হুমকির মুখে পড়ে গেল মশার জ্বালায়। হাত-পায়ে "ওডোমস " মেখে আমি ভাবলাম এবার আয়- ব্যাটারা! কিন্তু ওডোমাসকে কলাগাছ দেখিয়ে ওরা ঠিকই আসলো এবং দলে দলে সমবেত হল আমার কানের কাছে। সেই যে শুরু হল মশার সমবেত সংগীত- বাপ রে বাপ।
ভাবলাম, নাহ এভাবে আর না, বরং শুয়ে পড়ি। শুলাম কিন্তু তাদের সমবেত সংগীত আমার কানে যুদ্ধের ময়দানের দামামার মত মনে হল। আমি কম্বল মুড়ি দিলাম। ওদের দামামা আমার কম্বলের ভেতরে গিয়ে আমাক্র কানে এক বিশ্রী অনুভূতি তৈরি করল। আমিও তখন যুদ্ধের প্রস্তুতি নিলাম- ধরালাম মরটিন ম্যাক্স পাওয়ার! নাহ- কোনো কাজ হলনা।
তাদের দামামা অবিরত বেজেই চলল। আমি ভেবেছিলাম না মরুক কোয়েলে কিন্তু পিছু তো হটবে!!! কিন্তু, তারা পিছু হটল না। অবশেষে, এই পৌষে শীতের রাতে ফ্যান ছেড়ে দেয়া হল (!)। তারপর- ঘুম। ঝমঝম শব্দে যেমন বৃষ্টি নামে তেমনি ঘুম নেমে আসলো আমার চোখে, শারা শরীরে।
এবং পরিণতি হিসেবে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আমার নাক-বন্ধ!
দয়া করে, "ড়" এবং "র"/ "ল" এবং "লো" এর ভুল ব্যবহার দেখলে কিছু মনে করবেন না!
মশারি বাদে অন্য কোন উপায় থাকলে আওয়াজ দিয়েন, প্লীজ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।