আমাদের কথা খুঁজে নিন

   

muktagachanews.blogspot.com | Just another WordPress.com site

.....Rest on one's oars

ভূমিকা মুক্তাগাছার পূর্ব নাম ছিল বিনোদবাড়ি। মুক্তাগাছার পূর্ব নাম ছিল বিনোদবাড়ি। ময়মনসিংহ জেলা থেকে দশ মাইল পশ্চিমে এর অবস্থান। রামরাম যখন বিনোদবাড়ি আসে তখন এটি ছিল কয়েকজন নিতান্তই ক্ষুদ্র দরিদ্র লোকের বাসস্থান। নতুন মালিক উপস্থিত হলে তাকে দেখার জন্য সাধারন জনগন সাধ্যমত উপঢৌকন নিয়ে গ্রামবাসী উপস্থিত হয়।

এই-সব দ্রব্যের মাঝে মুক্তারাম কর্মকারের প্রদত্ত একটি গাছা (পিলসুজ) যা সর্বাপেক্ষা মূল্যবান ছিলো। আর সেই জন্য রামরাম মক্তারামের মুক্তা ও তাহার প্রদত্ত গাছা একত্র করে এই স্থনের মুক্তাগাছা নামকরন করেন। ১৮৭৫ সালে মুক্তাগাছায় মিউনিসিপ্যালিটি স্থাপিত হয়। পূর্বের আইন অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট পদাদিকার বলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হতেন। পরে যখন চেয়ারম্যান র্নিবাচনের ব্যবস্থা হলে মহারাজা সূর্যকান্ত প্রথম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়।

প্রথম বিশ্বযুদ্দের পর হতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্দের পর পর্যন্ত এর পরিধি ক্রমশ বাড়তেই থাকে। পাকিস্তান হবারপর হিন্দুরা চলে যেতে থাকলে এর বৃদ্ধি বাঁধা প্রাপ্ত হয়। তার পর থেকে এটি পুনরায় মুসলমান প্রাধান্যে হিসাবে গড়ে উঠে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।